Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সরস্বতী পূজার প্রস্তুতিতে ছাত্রছাত্রীরা

পুজোর প্রস্তুতিতে ছাত্রছাত্রীরা দীর্ঘ ৩০ বছর পরে স্কুল ভবনে শুরু হলো বাগদেবীর আরাধনা হলদিয়া বিবেকানন্দ মিশন স্কুল। হলদিয়ার স্কুলে নিজেরাই চন্দ্রযানের আদলে মণ্ডপ তৈরি করে বাগদেবী আরাধনায় মেতেছে পড়ুয়ারা। স্কুল চত্বরেই রঙ্গোলির আদ…

 





পুজোর প্রস্তুতিতে ছাত্রছাত্রীরা

 দীর্ঘ ৩০ বছর পরে স্কুল ভবনে শুরু হলো বাগদেবীর আরাধনা হলদিয়া বিবেকানন্দ মিশন স্কুল। হলদিয়ার স্কুলে নিজেরাই চন্দ্রযানের আদলে মণ্ডপ তৈরি করে বাগদেবী আরাধনায় মেতেছে পড়ুয়ারা। স্কুল চত্বরেই রঙ্গোলির আদলে, আলপনা এঁকেছে তারা। রাত জেগে টবের ফুল দিয়ে সাজিয়েছে স্কুল চত্বর। শিয়রে উচ্চমাধ্যমিক পরীক্ষা, তবুও স্কুলগুলিতে সরস্বতী বন্দনার অদ্ভুত এক উন্মাদনা। হলদিয়ার স্কুলগুলিতে কোথাও মাধ্যমিক, কোথাও উচ্চমাধ্যমিকের কেন্দ্র। মাধ্যমিক শেষ হতেই শুরু হয় স্কুল সাজিয়ে তোলার ব্যস্ততা। পড়ুয়ারা সেই আগের মতো দলবেঁধে আমন্ত্রণী চিঠি বিলি করেছে। তারপর সোমবার দিনভর চলল শেষ মুহূর্তের প্রস্তুতি। কোথাও একাধিক বেতের কুলোর ওপর সরস্বতী মূর্তি এঁকে সাজানো হয়েছে মণ্ডপ। কোথাও আবার বাদ্যযন্ত্র বাজিয়ে মণ্ডপে আনা হল প্রতিমা। শনিবার থেকে হলদিয়ার প্রায় সমস্ত স্কুলে বারান্দা এবং পুজো মণ্ডপজুড়ে আলপনা আঁকে পড়ুয়ারা। সোমবার সন্ধে থেকে শহরের বিভিন্ন স্কুল রঙিন আলোয় সেজে উঠেছে দীপাবলির মতো। সুতাহাটার চৈতন্যপুরে বাজিতপুর সারদামণি বালিকা বিদ্যালয়ে মাধ্যমিকের সেন্টার ছিল। সোমবার পরীক্ষা শেষ হতেই পুজোর প্রস্তুতি শুরু হয়। প্রধান শিক্ষিকা সুমনা পাহাড়ী বলেন, একদিন পরই উচ্চমাধ্যমিক, তাই এবছর বড় করে তেমন কিছু আয়োজন করা হয়নি। হলদিয়ার পৌর পাঠভবন স্কুলে মঙ্গলবার বিকেলে পড়ুয়ারা ব্যান্ড বাজিয়ে মণ্ডপে প্রতিমা আনে। স্কুলে উচ্চমাধ্যমিকের সেন্টার রয়েছে। তাই কোনও অনুষ্ঠান নেই বলে জানিয়েছেন শিক্ষক-শিক্ষিকারা। হলদিয়ার নামী ইংরেজি মাধ্যম স্কুল বিবেকানন্দ মিশনে মঙ্গলবারই নাটক ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। সুতাহাটার অনন্তপুর দেশপ্রাণ জাতীয় বিদ্যামন্দির হাইস্কুলে পড়ুয়ারা নিজেরাই তৈরি করেছে পুজো মণ্ডপ। হলদিয়ার গেঁওয়াডাব পঞ্চানন স্মৃতি মিলন বিদ্যাপীঠের পুজোয় স্কুলের প্রধান শিক্ষক নিজেই পুরোহিত। বুধবার সকাল থেকেই পুষ্পাঞ্জলি ও খিচুড়ি ভোগ বিতরণ করা হবে জানিয়েছেন তিনি। শুধু হাইস্কুল নয়, হলদিয়ার বিভিন্ন প্রাথমিক স্কুলেও কচিকাঁচাদের উৎসাহ চোখে পড়ার মতো। হলদিয়ার গোরাণখালি বোর্ড প্রাথমিক বিদ্যালয় জুড়ে আলপনা এঁকেছে কচিকাঁচারা। দেভোগে কিশমত শিবরামনগর ১ নম্বর প্রাথমিক বিদ্যালয়ে পরিবেশ বান্ধব বিভিন্ন সামগ্রী দিয়ে পুজো মণ্ডপ সাজানো হয়েছে বলে জানান স্কুলের শিক্ষক অনুপকুমার পাঁজা।

No comments