Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

স্কুলের সরস্বতী পূজা হবে না ? ক্ষোভ প্রকাশ করতেই ঘট স্থাপন করে পুজো শুরু করলেন স্কুল কর্তৃপক্ষ

স্কুলের সরস্বতী পূজা হবে না ? ক্ষোভ প্রকাশ করতেই ঘট স্থাপন করে পুজো শুরু করলেন স্কুল কর্তৃপক্ষ
 জেরে ঘট পুজো হলদিয়ার কিসমত শিবরামনগর সুধীরচন্দ্র মাধ্যমিক শিক্ষা কেন্দ্রে। স্কুলের ২১ বছরের ইতিহাসে এবার প্রথম বন্ধ হতে চলেছিল পুজো। স…

 


স্কুলের সরস্বতী পূজা হবে না ? ক্ষোভ প্রকাশ করতেই ঘট স্থাপন করে পুজো শুরু করলেন স্কুল কর্তৃপক্ষ


 জেরে ঘট পুজো হলদিয়ার কিসমত শিবরামনগর সুধীরচন্দ্র মাধ্যমিক শিক্ষা কেন্দ্রে। স্কুলের ২১ বছরের ইতিহাসে এবার প্রথম বন্ধ হতে চলেছিল পুজো। সেই খবরের জেরে মান রক্ষা করলেন শিক্ষক থেকে স্থানীয় জেলা পরিষদের জনপ্রতিনিধি। এই স্কুলে পড়ুয়া নেই। যে কারণে এর মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের শিক্ষকরা পুজো বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন। গত সোমবার মানুষের মুখে মুখে শোনা গিয়েছিল । কর্তৃপক্ষকে দায়ী করেছিলেন স্কুলের অভিভাবক অভিভাবিকা এবং সাধারণ মানুষ। বন্ধ হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্কুলের প্রাক্তন ছাত্রছাত্রী থেকে স্থানীয় গ্রামবাসীরা। আর তার জেরে ঘর পুজো করে প্রথা বাঁচানোর মান রক্ষা করলেন স্কুলের শিক্ষকরা। উপস্থিত ছিলেন স্থানীয় জেলা পরিষদ সদস্য ভবতোষ পাত্র। স্কুলের প্রধান শিক্ষক বিশ্বজিৎ দিণ্ডা জানিয়েছেন, "স্কুলে এ বছর তেমন ছাত্র-ছাত্রী নেই। তাই সরস্বতী পুজো বন্ধ করা হয়েছে। কিন্তু শিক্ষাপ্রতিষ্ঠানে গতানুগতিক প্রথা মেনে ঘট পুজো করে আমরা আমাদের প্রাতিষ্ঠানিক কর্তব্য পালন করেছি।" ঘট পুজো বলে ছিল না কোনও আকর্ষণ, ছিল না কোনও ছাত্রছাত্রী। তবে স্থানীয় গ্রামবাসীদের ইচ্ছে যে কোনও মূল্যে ছাত্র-ছাত্রীদের ভর্তি করে স্কুলটিকে বাঁচিয়ে রাখা হোক। এখন এই স্কুলের ভবিষ্যৎ কি হয় সেটাই দেখার।

No comments