আমার অপরাধ-সঙ্গীতা শাসমলপারি না, আমি মিথ্যে কথা বলতে পারি না, আমি কারোর ওপর হিংসা করতেপারি না, আমি অসৎ ব্যক্তিকে মানিয়ে চলতে,পারি না, আমি সৎ ব্যক্তিকে না ভালবাসতে। পারি না, আমি আদর্শ ব্যক্তির কোনো ক্ষতি করতে। পারি না, আমি কু- মনো…
আমার অপরাধ-সঙ্গীতা শাসমল
পারি না, আমি মিথ্যে কথা বলতে
পারি না, আমি কারোর ওপর হিংসা করতে
পারি না, আমি অসৎ ব্যক্তিকে মানিয়ে চলতে,
পারি না, আমি সৎ ব্যক্তিকে না ভালবাসতে।
পারি না, আমি আদর্শ ব্যক্তির কোনো ক্ষতি করতে।
পারি না, আমি কু- মনোভাবের মানুষের উপকার করতে, পারি না, আমি নিজের মনগড়া কথা বলতে
পারি না, আমি দুষ্টু লোকের সাথে প্রিয় কথা বলতে।
পারি না, আমি মিথ্যে অভিনয় করতে
পারি না, আমি মিথ্যে অপবাদ সহ্য করতে।
পারি না, আমি ভালো মানুষের সাথে অভিমান করতে
পারি না, আমি অতিথিকে নিজের সাধ্যমত আথিয়তা না করতে
পারি না, আমি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ না করে থাকতে
পারি না, আমি মনের মানুষের সাথে কম কথা বলতে,
পারি না, আমি অসৎ ব্যক্তির সাথে সৎ ব্যবহার করতে,
পারি না, আমি ভাল মানুষকে ঘৃণা করতে।
পারি না, আমি সাথে না মিশে থাকতে
পারি না, আমি নিজের স্বার্থ গোছাতে
পারি না, আমি কারোর কাছ থেকে ঋণী হয়ে থাকতে
পারি না, আমি পুরোনো স্মৃতি ভুলে থাকতে।
No comments