Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কেন্দ্র প্রাপ্য না মেটালে আর অপেক্ষা নয়, এপ্রিলেই আবাসের টাকা, ঘোষণা মমতার

কেন্দ্র প্রাপ্য না মেটালে আর অপেক্ষা নয়, এপ্রিলেই আবাসের টাকা, ঘোষণা মমতার আর অনুনয়-বিনয় বা চিঠি-চাপাটি নয়। লোকসভা নির্বাচনের দোরগোড়ায় প্রকাশ্য মঞ্চ থেকেই মোদি সরকারকে বড়সড় চ্যালেঞ্জের মুখে ফেলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ…

 



কেন্দ্র প্রাপ্য না মেটালে আর অপেক্ষা নয়, এপ্রিলেই আবাসের টাকা, ঘোষণা মমতার

 আর অনুনয়-বিনয় বা চিঠি-চাপাটি নয়। লোকসভা নির্বাচনের দোরগোড়ায় প্রকাশ্য মঞ্চ থেকেই মোদি সরকারকে বড়সড় চ্যালেঞ্জের মুখে ফেলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়ে দিলেন, আর অপেক্ষা নয়। কেন্দ্র যদি ১ এপ্রিলের মধ্যে গরিব মানুষের প্রাপ্য না মেটায়, আবাস যোজনার ১১ লক্ষ বাড়ি বানিয়ে দেবে রাজ্য সরকারই। আদিবাসী, বাউরি, কুড়মালি এবং সংখ্যালঘু সহ বিভিন্ন উন্নয়ন পরিষদের মাধ্যমেও গরিব মানুষের জন্য বাড়ি তৈরি করে দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মমতা।

মঙ্গলবার পুরুলিয়ার সিমুলিয়া ময়দানে পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে কেন্দ্রকে একের পর এক তোপ দেগেছেন মুখ্যমন্ত্রী। তাঁর হুঙ্কার, ‘বাংলা ভিখারি নয়। বাংলা ভাগ চায় না। বাংলা হক চায়।’ ফলে ১০০ দিনের কাজের মতো আবাস প্রকল্পের টাকাও রাজ্যের কোষাগার থেকে দিতে প্রস্তুত তাঁর সরকার। প্রথম পর্যায়ে কেন্দ্রের অনুমোদিত ১১ লক্ষ। ‘সরাসরি মুখ্যমন্ত্রী’ সেলে যাঁরা ফোন করে বাড়ি চেয়েছেন, তাঁদের কথাও ভবিষ্যতে ভাবনা-চিন্তা করা হবে। ইতিমধ্যেই প্রায় ৫৯ লক্ষ বঞ্চিত জবকার্ড হোল্ডারের অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু করেছে রাজ্য সরকার। পুরুলিয়ার সভামঞ্চ থেকে বেশ কয়েকজনের হাতে সেই চেকও তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী। লোকসভা ভোটের মুখে মমতার এই পদক্ষেপ বিজেপির রক্তচাপ অনেকটাই বাড়িয়ে দিল বলে মনে করছে রাজনৈতিক মহল। কেন্দ্রীয় বঞ্চনাকে লাগাতার ইস্যু করেই মোদি সরকারের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে গিয়েছেন মমতা। রাজ্যের মানুষের কথা ভেবে বিজেপি সরকার যদি টাকা ছেড়ে দিত, তাহলে কিছুটা হলেও হয়তো ক্ষোভে প্রলেপ পড়ত। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই দায়িত্ব কাঁধে তুলে নেওয়ায় প্রচারের মতো আর কিছুই থাকল না গেরুয়া শিবিরের কাছে। উল্টে বঞ্চনার প্রশ্নে কেন্দ্রের বিরুদ্ধে সুর আরও চড়ালেন বাংলার নেত্রী। মোদি সরকারের উদ্দেশে প্রশ্ন ছুড়ে দিলেন, ‘কেন গরিব মানুষকে টাকা দিচ্ছে না? ভোটে তার জবাব দিতে হবে দিল্লিকে।’ 

পুরুলিয়ার পর বুধবার ও বৃহস্পতিবার বাঁকুড়া-ঝাড়গ্রাম জেলায় পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। একদা মাওবাদীদের ‘দখলে’ থাকা জঙ্গলমহলের উন্নয়নের খতিয়ান তুলে ধরেন মমতা। বলেন, ‘গতবার মানুষকে ভুল বুঝিয়েই বিজেপি এখানকার অধিকাংশ আসনে জিতেছে। একদল লোক আছে, যারা মিথ্যে বলে বেড়ায়। আগেরবারও এখান থেকে বিজেপি জিতেছিল। ওরা এবারও ভয় দেখাবে। টাকা দিতে চাইবে। কিন্তু আমরা লড়াই চালিয়ে যাব।’ তাঁর অভিযোগ, ‘রাজ্যের প্রাপ্য না ছেড়ে শুধু দাঙ্গা লাগাচ্ছে। আদিবাসীদের জমি কোনওমতেই কেড়ে নিতে দেব না। মনে রাখবেন, সব জায়গায় গোলমাল হয় না। যেখানে বিজেপির পঞ্চায়েত, সেখানেই যত গণ্ডগোল।’ 

No comments