Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

২৮শে ফেব্রুয়ারি আজ ভারতের জাতীয় বিজ্ঞান দিবস

২৮শে ফেব্রুয়ারি আজ ভারতের জাতীয় বিজ্ঞান দিবস
জাতীয় বিজ্ঞান দিবস প্রতি বছরে ফেব্রুয়ারি মাসের ২৮ তারিখ দিনটিকে প্রখ্যাত ভারতীয় পদার্থ বিজ্ঞানী চন্দ্রশেখর ভেঙ্কট রামন-এর 'রামন এফেক্ট'-এর আবিষ্কারের সম্মানে ভারতে পালন করা…

 



২৮শে ফেব্রুয়ারি আজ ভারতের জাতীয় বিজ্ঞান দিবস


জাতীয় বিজ্ঞান দিবস প্রতি বছরে ফেব্রুয়ারি মাসের ২৮ তারিখ দিনটিকে প্রখ্যাত ভারতীয় পদার্থ বিজ্ঞানী চন্দ্রশেখর ভেঙ্কট রামন-এর 'রামন এফেক্ট'-এর আবিষ্কারের সম্মানে ভারতে পালন করা হয়। ১৯২৮ সালের ২৮ ফেব্রুয়ারিতে রামন এই পরিঘটনা আবিষ্কার করেছিলেন।

রমন প্রভাব বা রমন বিক্ষেপণ, (ইংরেজি : Raman effect বা Raman scattering) হচ্ছে ফোটন (Photon) কণা সমূহের অস্থিতিস্থাপক বিকিরণ। ১৯২৮ সালে চন্দ্রশেখর ভেঙ্কট রমন ও তাঁর ছাত্ৰ কে এস কৃষ্ণণ তরল পদার্থে "রমণ প্ৰভাব" আবিষ্কার করেন। চন্দ্রশেখর ভেঙ্কট রমনের নামানুসারে এটির নামকরণ করা হয়। ১৯২৩ সালে অস্ট্রিয়ান পদার্থবিদ অ্যাডলফ স্মেকাল তাত্ত্বিকভাবে প্রভাবটির বর্ণনা করেন।

আলোর তরঙ্গদৈর্ঘ্যের পরিবর্তন ঘটে যখন একটি হালকা মরীচি অণু দ্বারা বিভক্ত হয় তখন। যখন আলোকের মরীচি কোনও রাসায়নিক যৌগের ধুলোবালি মুক্ত, স্বচ্ছ নমুনাকে সরিয়ে দেয়, তখন আলোর একটি সামান্য ভগ্নাংশ ঘটনার (আগত) মরীচি বাদে অন্য দিকগুলিতে উত্থিত হয়। এই বিক্ষিপ্ত আলো বেশিরভাগ অপরিবর্তিত তরঙ্গদৈর্ঘ্যের। একটি ছোট অংশ, তরঙ্গদৈর্ঘ্য ঘটনা আলোর চেয়ে পৃথক; এর উপস্থিতি রমন প্রভাবের ফলাফল।

এই "রমন এফেক্ট" আবিষ্কারের জন্য ১৯৩০ সালে রামন পদার্থ বিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করে ।

জাতীয় বিজ্ঞান দিবসের ইতিহাস : 

১৯৮৬ সালে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যা যোগাযোগ আয়োগ (NCSTC) ভারত সরকারর কাছে ২৮ ফেব্রুয়ারিকে জাতীয় বিজ্ঞান দিবস হিসাবে স্বীকৃতি দেওয়ার জন্য আবেদন করে, পরে সরকার এই আবেদনের অনুমোদন দেয়। এটি গোটা দেশজুড়ে বিভিন্ন বিদ্যালয়, মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয়, অন্য অন্য শৈক্ষিক, বৈজ্ঞানিক, কারিগরী, চিকিৎসা, গবেষণা প্রতিষ্ঠানসমূহে এই দিবস পালন করা হয়। প্রথম জাতীয় বিজ্ঞান দিবস ২৮ ফেব্রুয়ারি ১৯৮৭ সাল থেকে NCSTC বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যা প্রসার ও জনপ্রিয় করতে গুরুত্বপূর্ণ অবদান যোগে প্রতিষ্ঠানসমূহকে জাতীয় বিজ্ঞান জনপ্রিয়করণে পুরস্কার দিতে শুরু করে।

২০০৯

২০০৯ সালের জাতীয় বিজ্ঞান দিবসের বিষয়বস্তু (আলোচ্য বিষয়) ছিল "বিজ্ঞানের দিগন্তের প্রসার"।

সেই বছর দেশের মোট পাঁচটি প্রতিষ্ঠানকে ভারতীয় বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যা বিভাগ বিজ্ঞান প্রসারের জাতীয় পুরস্কার চালু করে। এই পুরস্কার দেশে বিজ্ঞান জনপ্রিয়করণ করা কোনো ব্যক্তি ও সরকারী বা বেসরকারী প্রতিষ্ঠানকে স্বীকৃতি প্রদান করে।

২০০৯ সালে বিক্রম সারাভাই বিজ্ঞান কেন্দ্রকে বিজ্ঞান সম্পর্কিত গবেষণা ও বিজ্ঞান বিষয়ক বিভিন্ন কর্মশালা ও প্রশিক্ষণশালা ইত্যাদি আয়োজনর জন্য সেই বছরের সর্বোচ্চ সম্মান প্রদান করা হয়।

২০১০ 

২০১০ সালের জাতীয় বিজ্ঞান দিবসের বিষয়বস্তু (আলোচ্য বিষয়) ছিল, "লিংগ সমতা, বহনক্ষম বিকাশের জন্য বিজ্ঞান ও প্রযুক্তি।

২০১১

২০১১ সালের জাতীয় বিজ্ঞান দিবসের বিষয়বস্তু (আলোচ্য বিষয়) ছিল, দৈনন্দিন জীবনে রসায়ন বিদ্যা।

২০১২

২০১২ সালের জাতীয় বিজ্ঞান দিবসের বিষয়বস্তু (আলোচ্য বিষয়) ছিল "সুরক্ষিত শক্তি উৎস ও নিউক্লীয় সুরক্ষা"। 

২০১৩

২০১৩ সালের জাতীয় বিজ্ঞান দিবসের বিষয়বস্তু (আলোচ্য বিষয়) ছিল, জিনের পরিবর্তন ঘটিয়ে খাদ্যশস্য ও খাদ্য সুরক্ষা।

২০১৪

২০১৩ সালের জাতীয় বিজ্ঞান দিবসের বিষয়বস্তু (আলোচ্য বিষয়) ছিল, "বৈজ্ঞানিক মানসিকতার উত্‍কর্ষ সাধন" ও "শক্তি সংরক্ষণ"।

২০১৫

২০১৫ সালের জাতীয় বিজ্ঞান দিবসের বিষয়বস্তু (আলোচ্য বিষয়) ছিল - জাতি গঠনে বিজ্ঞান।

২০১৬

২০১৬ সালের জাতীয় বিজ্ঞান দিবসের বিষয়বস্তু (আলোচ্য বিষয়) ছিল - জাতির উন্নয়নে বৈজ্ঞানিক বিষয়াদি।

২০১৭

২০১৭ সালের জাতীয় বিজ্ঞান দিবসের বিষয়বস্তু (আলোচ্য বিষয়) ছিল -বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্য বিজ্ঞান ও প্রযুক্তি।

২০১৮

২০১৮ সালের জাতীয় বিজ্ঞান দিবসের বিষয়বস্তু (আলোচ্য বিষয়) ছিল -টেকসই ভবিষ্যতের জন্য বিজ্ঞান ও প্রযুক্তি।

২০১৯

২০১৯ সালের জাতীয় বিজ্ঞান দিবসের বিষয়বস্তু (আলোচ্য বিষয়) ছিল - জনগণের জন্য বিজ্ঞান ও বিজ্ঞানের জন্য জনগণ।

২০২০ 

২০২০ সালের জাতীয় বিজ্ঞান দিবসের বিষয়বস্তু (আলোচ্য বিষয়) ছিল - বিজ্ঞানে মহিলা। 

২০২১ 

২০২১ সালের জাতীয় বিজ্ঞান দিবসের বিষয়বস্তু (আলোচ্য বিষয়) - ভারতে বিজ্ঞান ও প্রযুক্তির ভবিষ্যত : শিক্ষায় দক্ষতা ও কাজের উপর প্রভাব। রমন এফেক্ট আবিষ্কারের স্মরণে ২০২১ সালের বিজ্ঞান দিবসে কলকাতার বিড়লা ইন্ডিয়াস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়াম "ক্যারেকটারইজিং কালার : স্যার সি ভি রমন অ্যান্ড ওয়ার্ক" শীর্ষক তথ্যচিত্র প্রকাশ করে।

২০২২

২০২২ সালে জাতীয় বিজ্ঞান দিবসের প্রতিপাদ্য হচ্ছে 'টেকসই ভবিষ্যতের জন্য বিজ্ঞান ও প্রযুক্তিতে সমন্বিত দৃষ্টিভঙ্গি'।

২০২৩

জাতীয় বিজ্ঞান দিবস ২০২৩-এর থিম উন্মোচন করেছেন কেন্দ্রীয় মন্ত্রী ডাঃ জিতেন্দ্র সিং।

ডাঃ জিতেন্দ্র সিং বলেন, "গ্লোবাল সায়েন্স ফর গ্লোবাল ওয়েলবিং" এর থিমটি ভারতের সাথে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ। 

No comments