Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

আসন্ন লোকসভা নির্বাচন দোরগোড়ায় !

আসন্ন লোকসভা নির্বাচন দোরগোড়ায় ! আর কয়েকদিন পরেই লোকসভা নির্বাচনের দামামা বেজে উঠবে। কে গড়বে কেন্দ্রের সরকার? নতুন আইনি প্রণয়ন আইনের সংশোধন কোন রাজনৈতিক দলের হাতে থাকবে? বর্তমানে বিভিন্ন রাজনৈতিক দলকে নিয়ে তৈরি হয়েছে জোট স…

 




আসন্ন লোকসভা নির্বাচন দোরগোড়ায় ! 

আর কয়েকদিন পরেই লোকসভা নির্বাচনের দামামা বেজে উঠবে। কে গড়বে কেন্দ্রের সরকার? নতুন আইনি প্রণয়ন আইনের সংশোধন কোন রাজনৈতিক দলের হাতে থাকবে? বর্তমানে বিভিন্ন রাজনৈতিক দলকে নিয়ে তৈরি হয়েছে জোট সেই জোটের  ভবিষ্যৎ কতটা নিশ্চিত? রাজ্যের বাইরে জোট রাজ্যে কি জোট বিহীন দলের সহ মহিমায় প্রার্থী ঘোষণা? এবারে কি রাজনৈতিক দলের প্রার্থী হচ্ছে টলিউড বলিউডের চিত্র তারকারা? এবারে কি নতুন প্রজন্মকে তুলে আনা হবে! তাদের হাত ধরে আইনের সংস্করণ হবে? নতুন ভারত নতুন সূর্যোদয় দিতে কি এগোবে নতুন প্রজন্মের হাত ধরে এগোবে ভারত। ভোট মানেই দ্রব্যমূল্য বৃদ্ধি, কোটি কোটি টাকা খরচ। নির্বাচন এলেই সাধারণ মানুষের কাছে দুটো মুখ এসে যায়, মুখ আর মুখোশ! অচেনা মানুষ তখন চেনা মানুষের রূপান্তরিত হয়, আর ভোট চলে গেলে চেনা মানুষ অচেনাতে রূপান্তরিত হয়। এটাই ভোটে রাজনীতি আমজনতা ভোট দিয়ে কি পায়?  সাংবিধানিক স্বীকৃতি অনুযায়ী ভোট কি আমজনতা তারা দিতে পারে, না ভোটের নামে চলে প্রহসন? আর কয়েকদিন পরে শুধু সময়ের অপেক্ষা আমরা দেখবো রাজনৈতিক দলের গতিবিধি? দীর্ঘদিন জনপ্রতিনিধি থাকার পর টিকিট না পেলে সে চলে যায় অন্য রাজনৈতিক দলের ছত্রছায়ায়। যে রাজনৈতিক দল তার কাছে পাঁচটি বছর ছিল বিরোধীদল শুধু চাওয়া পাওয়ার ক্ষেত্রেই দল পরিবর্তন? মনুষ্যত্ব কি বিকিয়ে দেওয়া হয় রাজনৈতিক দলের পদ পাওয়ার জন্য। আগে দলের পদ, না মনুষ্যত্ব? আম জনতা ভোট দেয় তার প্রিয় দল প্রিয় মানুষকে ভোটে জয়লাভ করার পর কিসের প্রলোভনে অন্য দলে চলে যায়। সেখানে ভোটের নামে প্রহসন নয় তো? সাধারণ মানুষের ভোটের কি মূল্য রইল। শুধু সময়ের অপেক্ষা আর কয়েকদিন পরেই পরিষ্কার চিত্র ফুটে উঠবে সকলের সামনে।।

No comments