Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্রীড়া প্রেমি, স্কুল পড়ুয়াদের উপস্থিতিতে মহিষাদল ৪র্থ স্পোর্টস ফেস্টিভ্যালের শুভ সূচনা

ক্রীড়া প্রেমি, স্কুল পড়ুয়াদের উপস্থিতিতে  মহিষাদল ৪র্থ স্পোর্টস ফেস্টিভ্যালের শুভ সূচনা
ভারতের দ্রুততম মহিলা স্প্রিন্ট কুইন' নামে পরিচিত দুতি চাঁদের দু্যুতিতে এবার উজ্জ্বল হবে মহিষাদল স্পোর্টস ফেষ্টিভ্যাল। ২০১৮ জাকার্তা এশিয়ান…

 




ক্রীড়া প্রেমি, স্কুল পড়ুয়াদের উপস্থিতিতে  মহিষাদল ৪র্থ স্পোর্টস ফেস্টিভ্যালের শুভ সূচনা


ভারতের দ্রুততম মহিলা স্প্রিন্ট কুইন' নামে পরিচিত দুতি চাঁদের দু্যুতিতে এবার উজ্জ্বল হবে মহিষাদল স্পোর্টস ফেষ্টিভ্যাল। ২০১৮ জাকার্তা এশিয়ান গেমসে তিনি মহিলাদের ১০০ মিটার দৌড়ে রুপো জিতেছেন। এছাড়াও দুই কিংবদন্তি দাবাড় দিব্যেন্দু বডুয়া, প্রবীণ বিপসে, দুই ইংলিশ আানেল বিজয়া সাতারু রিমো সাহা, এলভিন আলি হাজারিকা, দ্রোণাচার্য পুরস্কারপ্রাপ্ত সাইয়ের অ্যাথলেটিক্স কোচ কুন্তল রায়, আন্তর্জাতিক ফুটবল কোচ মলয় সেনগুপ্তের মতো দিকপাল ক্রীড়াবিদরা আসছেন ফেষ্টিভ্যালে। ১ মার্চ শুক্রবার থেকে ইতিহাস ও ঐতিহ্যের মাটিতে শুরু হচ্ছে খেলাধুলোর এক মহাযজ্ঞ। মহিষাদল রাজবাড়ির ছোলাবাড়ি ময়দানে ১ থেকে ৩ মার্চ পর্যন্ত তিনদিনের স্পোর্টস ফেস্টিভ্যালের আয়োজক মহিবাদল সুইমিং ক্লাব। এবার চতুর্থ বর্ষে এই ক্রীড়া মহোৎসবে ১৮টির বেশি ইভেন্টে রাজ্যে বিভিন্ন প্রান্তের প্রায় সাড়ে চার হাজার প্রতিযোগী আংশ নেবেন। বাংলাদেশের জাতীয় দলে খেলা ফুটবলারদের নিয়ে তৈরি একটি টিম আসছে প্রীতি ম্যাচ খেলতে এছাড়াও  রাজ্য মহিলা দল, পুলিশ-প্রশাসন, সাংবাদিক ও সংস্থার দল প্রীতি ফুটবলে অংশ নেবে ৩ রা মার্চ। মহিষাদল রাজবাড়ি, রাজ কলেজ, গার্লস কলেজ সংলগ্ন ছ'টি জায়গায় অনুষ্ঠিত হবে স্পোর্টস ইভেন্টগুলি। মফসসল এলাকায় এত বড়মাপের এই আয়োজন কার্যত 'মিনি অলিম্পিক'। মহিষাদল রাজ বাড়ির 

ছোলাবাড়ি থেকে প্রতিযোগিতা শুরু হবে। এছাড়াও রয়েছে অ্যাথলেটিক্স, ফুটবল, সাঁতার, ফিন সুইমিং, ভলিবল, রোড রেসের মতো ১৮টি ইভেন্ট। ১লা মার্চ শুক্রবার দুপুর ২ টোয় উদ্বোধনে ক্রীড়া তারকাদের পাশাপাশি উপস্থিত থাকবেন দ্রোণাচার্য পুরস্কারপ্রাপ্ত  ক্রীড়াবিদ তপন পাণিগ্রাহী, বিধায়ক তিলককুমার চক্রবর্তী। মহিষাদল পঞ্চায়েত সমিতির সভাপতি শিউলি দাস, বিডিও বরুনাশীষ সরকার, মহিষাদল থানার ওসি নাড়ুগোপাল বিশ্বাস সহ অন্যান্যরা। আন্তর্জাতিক মানের ফেস্টিভ্যাল প্রত্যহ সকাল থেকে রাত্রি পর্যন্ত নানা প্রতিযোগিতা চলবে।

No comments