আর নয় নিষিদ্ধ আতশবাজি
ঘটনা গত বুধবার (০৭.০২.২০২৪) রাত্রির, খেজুরী থানার হেঁড়িয়া ক্রসিংয়ে তখন চলছে রুটিন নাকা চেকিং। হঠাৎ নন্দকুমারের দিক থেকে আসা দুটি পিক আপ ভ্যান আটকে চক্ষু চড়কগাছ কর্তব্যরত পুলিশ আধিকারিকদের। গাড়ি দুটিতে ভর্ত…
আর নয় নিষিদ্ধ আতশবাজি
ঘটনা গত বুধবার (০৭.০২.২০২৪) রাত্রির, খেজুরী থানার হেঁড়িয়া ক্রসিংয়ে তখন চলছে রুটিন নাকা চেকিং। হঠাৎ নন্দকুমারের দিক থেকে আসা দুটি পিক আপ ভ্যান আটকে চক্ষু চড়কগাছ কর্তব্যরত পুলিশ আধিকারিকদের। গাড়ি দুটিতে ভর্তি নিষিদ্ধ আতশবাজি।
বাজেয়াপ্ত করা হয়, প্রায় 1900 কেজি নিষিদ্ধ আতসবাজি এবং গ্রেপ্তার করা হয় চারজনকে।তদন্ত চলছে। নিষিদ্ধ বাজির বিরুদ্ধে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের অভিযান চলছে ক্রমাগত।
নিষিদ্ধ আতসবাজি রুখতে, আমরা সকলকে আহ্বান করছি। আসুন আমরা সচেতন হই ও পরবর্তী প্রজন্মের জন্য গড়ে তুলি এক দূষণমুক্ত পরিবেশ।
No comments