চকলেট দিবসে প্রেম নিবেদন করতে গিয়ে গ্রেপ্তার এক পূর্ব মেদিনীপুর জেলার দুর্গাচক থানার অন্তর্গত বরুন দাস নামে এক যুবক একাদশ শ্রেণীর এক ছাত্রীকে চকলেট দিবসে যে প্রতিবেদন করতে যায়। ছাত্রীকে ইতস্তত ভাবে চিৎকার শুরু করে। স্থানীয় ক্ল…
চকলেট দিবসে প্রেম নিবেদন করতে গিয়ে গ্রেপ্তার এক পূর্ব মেদিনীপুর জেলার দুর্গাচক থানার অন্তর্গত বরুন দাস নামে এক যুবক একাদশ শ্রেণীর এক ছাত্রীকে চকলেট দিবসে যে প্রতিবেদন করতে যায়। ছাত্রীকে ইতস্তত ভাবে চিৎকার শুরু করে। স্থানীয় ক্লাবের যুবকরা দেখতে পেয়ে মেয়েটিকে উদ্ধার করে খবর দেওয়া হয় স্থানীয় দুর্গাচক থানা, দুর্গাচক থানার পুলিশ এসে যুবককে গ্রেফতার করে আজ আদালতে তুললে তার জামিন হয়।
No comments