Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

দেড় কোটি টাকার সৌর বিদ্যুৎ প্রকল্পের কাজ শুরু হলদিয়া পুরসভায়

দেড় কোটি টাকার সৌর বিদ্যুৎ প্রকল্পের কাজ শুরু হলদিয়া পুরসভায়হলদিয়া খরচ বাঁচাতে সৌর বিদ্যুৎ ব্যবহারে উদ্যোগী হয়েছে হলদিয়া পুরসভা। হলদিয়ার সিটি সেন্টারে পুরসভার অফিস এবং হলদিয়া, টাউনশিপে সেন্ট্রাল বাসস্ট্যান্ডের ছাউনির ওপরে এই অপ্…

 




দেড় কোটি টাকার সৌর বিদ্যুৎ প্রকল্পের কাজ শুরু হলদিয়া পুরসভায়

হলদিয়া খরচ বাঁচাতে সৌর বিদ্যুৎ ব্যবহারে উদ্যোগী হয়েছে হলদিয়া পুরসভা। হলদিয়ার সিটি সেন্টারে পুরসভার অফিস এবং হলদিয়া, টাউনশিপে সেন্ট্রাল বাসস্ট্যান্ডের ছাউনির ওপরে এই অপ্রচলিত শক্তি উৎপাদন কেন্দ্র গড়ে তোলা হচ্ছে। দু'টি জায়গা মিলে মোট ২২৫ কিলোওয়াটের রুফটপ সৌর বিদ্যুৎ প্রকল্পের কাজ চলেছে। পুরসভার অফিসের ছাদে ১৫০ কিলোওয়াটের প্রকল্পের কাজ হবে। পাশাপাশি বাস ছাউনির ওপরে গড়ে উঠতে চলেছে ৭৫ কিলোওয়াটের প্রকল্প। দেড় কোটি টাকা খরচে দু'টি জায়গায় এই প্রকল্পের কাজ হবে। পশ্চিমবঙ্গ অচিরাচরিত শক্তি দপ্তর এই প্রকল্প রূপায়ণের দায়িত্ব রয়েছে। হলদিয়া পুরসভা ন্যাশনাল ক্লিন এয়ার প্রোগ্রামে (এনক্যাপ) দূষণ নিয়ন্ত্রণে জোর দিয়েছে। রাস্তার ধূলো মুক্ত রাখতে স্প্রিংকলার মেশিন দিয়ে জল ছড়ানোর কাজ করে চলেছে। পাশাপাশি রাস্তার ধূলো সরাতে কয়েক লক্ষ টাকা দিয়ে কেনা হয়েছে দুইটি মেকানিক্যাল রোড

সুইপার। আর এই দূষণ প্রতিরোধ পরিকল্পনায় এবার সৌর বিদ্যুৎ ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে। সেন্ট্রাল বাসস্ট্যান্ডে ১৫ মিটার চওড়া এবং ৭৫ মিটার লম্বা পরিসরে বাসস্ট্যান্ডের ছাউনির উপরে বসবে সোলার প্যানেল। এখানে উৎপাদিত হবে ৭৫ কিলোওয়াট সৌর বিদ্যুৎ। বাসস্ট্যান্ডের আলো, ফ্যান, সাবমার্সিবল পাম্প ইত্যাদি বৈদ্যুতিক সরঞ্জাম সচল রাখার ক্ষেত্রে এই সৌর বিদ্যুৎ ব্যবহৃত হবে। এই প্রকল্পে বড় মাপের কাজ হচ্ছে হলদিয়ার সিটি সেন্টারে পুরসভার অফিসের ছাদে। অফিসের তিনটি ছাদ মিলে ১৫০ মিটার লম্বা এবং ৩০ মিটার চওড়া পরিসরে বসানো হবে সোলার প্যানেল। এই জায়গায় ১৫০ কিলোওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা ঠিক হয়েছে। এ বিষয়ে হলদিয়া পুরসভার প্রশাসক, তথা হলদিয়া মহকুমাশাসক সুপ্রভাত চট্টোপাধ্যায় জানিয়েছেন, "গ্রিন এনার্জি ব্যবহার পরিবেশের পক্ষে ভালো। সেইসঙ্গে সরবরাহকৃত বিদ্যুতের বিলে সাশ্রয় করাও সম্ভব। এই সমস্ত কিছু ভেবে আমরা রুফটপ সোলার পাওয়ার প্রজেক্ট গড়তে উদ্যোগী হয়েছি।"

জানা গিয়েছে, পরিবেশ সুরক্ষার কথা মাথায় রেখে হলদিয়ায় বেশ কিছু ভারি শিল্প সংস্থা ইতিমধ্যে 'ই-কার' ব্যবহার শুরু করেছে। হলদিয়া পুরসভাও এই ইলেকট্রনিক গাড়ি ব্যবহারে জোর দিয়েছে। ইতিমধ্যে তারা। একটি 'ই-কার' কিনেছে। এবার পরিবেশ রক্ষায় তাদের সৌর বিদ্যুতের ব্যবহার নতুন পদক্ষেপ। এই সৌর বিদ্যুৎ পুরসভার অফিসের ১৭৫টি কম্পিউটার, ৪০০ লাইট, ২৫০টি ফ্যান এবং ৫৬টি এসি মেশিন চালাতে সাহায্য করবে। প্রতিমাসে প্রায় তিন লক্ষ টাকার বিদ্যুৎ খরচ বাঁচবে বলে মনে করছেন পুর কর্তৃপক্ষ। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী চার মাসের মধ্যে এই সৌর বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়িত হবে বলে জানা গিয়েছে।

No comments