Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বেঁচে থাকুক ভালোবাসা সারাটা বছর জুড়ে !

বেঁচে থাকুক ভালোবাসা সারাটা বছর জুড়ে !আচ্ছা, ভালোবাসা জিনিসটা কি এতই সস্তা ?যে শুধু এই কটাদিন ছাড়া আর কোনো দিন পালন করা যায় না !প্রেয়সীকে একটা গোলাপ দিতে কোনো আলাদা Rose Day লাগে না !যদি সেই ভালোবাসাটা সত্যি হয় !ভালোবাসার মানুষকে…

 




বেঁচে থাকুক ভালোবাসা সারাটা বছর জুড়ে !

আচ্ছা, ভালোবাসা জিনিসটা কি এতই সস্তা ?

যে শুধু এই কটাদিন ছাড়া আর কোনো দিন পালন করা যায় না !

প্রেয়সীকে একটা গোলাপ দিতে কোনো আলাদা Rose Day লাগে না !

যদি সেই ভালোবাসাটা সত্যি হয় !

ভালোবাসার মানুষকে একবার ভালোবাসার প্রস্তাব দিতে আলাদা কোনো Propose Day লাগে না !

যদি ভালোবাসা সম্পূর্ণ খাদ মুক্ত হয় !

ভালোবাসার মানুষকে ভালোবেসে চকলেট দিতে আলাদা কোনো Chocolate Day লাগে কি ?

কখনোই না !

ভালোবাসার মানুষকে একটা টেডিবিয়ার কিনে দিয়ে ছোটো বাচ্চাদের মতো খুশী করতে আলাদা কোনো Teddy Day দরকার পড়ে না !

ভালোবাসার মানুষকে আজীবন ভালোবাসার প্রতিশ্রুতি দিতে আলাদা কোনো Promise Day দরকার পড়ে না !

প্রেয়সীকে একবার ভালোবেসে জড়িয়ে ধরার জন্য আলাদা কোনো Hug Day লাগে

কি ?

লাগে না !

প্রেয়সীকে একবার ভালোবেসে তাঁর ঠোঁট স্পর্শ করতে আলাদা কোনো Kiss Day প্রয়োজন পড়ে কি ?

পড়ে না !

প্রেয়সীকে ভালোবাসার কথা জানাতে কি শুধু বছরে একটি দিনই হয় ?

আর কোনো দিন কি বলা যায় না ? ভালোবাসা দিবস কি একটাই ?

সারা বছরে কি আর ভালোবাসার কথা বলা যায় না ?

প্রকৃত ভালোবাসা কোনো দিন মানে না !

প্রকৃত ভালোবাসা মানে না কোনো আলাদা

দিন !

প্রকৃত ভালোবাসার ছোঁয়া সারাবছর থাকে। শুধু এই দিনগুলোতে সীমাবদ্ধ থাকে না !

বেঁচে থাকুক ভালোবাসা সারাটা বছর জুড়ে।

শুধু এই কয়েকটি দিন জুড়ে নয় !

No comments