Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

লোকসভা নির্বাচনের আগেই সক্রিয় হচ্ছে ইডি?

লোকসভা নির্বাচনের আগেই সক্রিয় হচ্ছে ইডি?
দলীয় তহবিলের হিসেব চেয়ে তৃণমূলের কোষাধ্যক্ষ তথা রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসকে দিল্লি তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ২০১৪তে তৃণমূলের নির্বাচনী খরচের উৎস জানতে তাঁকে শুক্রবার ডাকা …

 


লোকসভা নির্বাচনের আগেই সক্রিয় হচ্ছে ইডি?


দলীয় তহবিলের হিসেব চেয়ে তৃণমূলের কোষাধ্যক্ষ তথা রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসকে দিল্লি তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ২০১৪তে তৃণমূলের নির্বাচনী খরচের উৎস জানতে তাঁকে শুক্রবার ডাকা হয়েছে বলে এজেন্সি সূত্রে খবর। এই বিষয়ে অরূপবাবুর বক্তব্য, আমি এখন দলের কোষাধ্যক্ষ। যে সময়ের  (২০১৪) তথ্য চাওয়া হয়েছে, তখন কোষাধ্যক্ষ ছিলেন প্রয়াত তমোনাশ  ঘোষ। ইডি’র তলবের বিষয়টি স্বীকার করে তিনি জানিয়েছেন, নথি জমা দেওয়ার জন্য সময় চেয়ে দিল্লিতে চিঠি পাঠানো হয়েছে। ইডি সূত্রে খবর, তৃণমূলের পাঠানো চিঠি খতিয়ে দেখে সিদ্ধান্ত নেওয়া হবে। অ্যালকেমিস্ট মামলায় তদন্ত শুরু করার পর ইডি জিজ্ঞাসাবাদ করে সংস্থার ডিরেক্টর কেডি সিংকে। তাঁর কাছে কোম্পানির ব্যবসা লেনদেন সংক্রান্ত বিভিন্ন নথি সংগ্রহ করা হয়। কয়েকদিন আগে এই মামলায় বিজেপি বিধায়ক মুকুল রায়কে জেরা করা হয় তাঁর কাঁচরাপাড়ার বাড়িতে। পাশাপাশি এই কোম্পানির এক হিসাবরক্ষক ও কোষাধ্যক্ষের বয়ানও রেকর্ড করা হয়। তাঁরা ইডিকে জানিয়ে যান, ২০১৪ নির্বাচনে তাঁদের সংস্থা থেকে টাকা গিয়েছিল তৃণমূলে। ওই বয়ানের ভিত্তিতে তৃণমূলের ভোট খরচের হিসেব ও টাকার উৎস জানাটা জরুরি হয়ে ওঠে তদন্তকারীদের কাছে। সেই সূত্রেই তৃণমূল কোষাধ্যক্ষের নামে চিঠি পাঠানো হয় কয়েকদিন আগে। প্রসঙ্গত, এই কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডার ছিলেন মিঠুন চক্রবর্তী।

No comments