Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

আইওসি নয়া প্রকল্পের ভার্চুয়াল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আইওসি নয়া প্রকল্পের ভার্চুয়াল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আগামী শুক্রবার ১মার্চ হলদিয়ার আইওসি ও বন্দরের চারটি প্রকল্পের ভার্চুয়াল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানা গিয়েছে, প্রায় ১২০০ কোটি টাকার চারটি প্রকল্পের আনুষ…

 




আইওসি নয়া প্রকল্পের ভার্চুয়াল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

 আগামী শুক্রবার ১মার্চ হলদিয়ার আইওসি ও বন্দরের চারটি প্রকল্পের ভার্চুয়াল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানা গিয়েছে, প্রায় ১২০০ কোটি টাকার চারটি প্রকল্পের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে ওইদিন। প্রায় ১হাজার ১৯কোটি টাকা ব্যয়ে নির্মিত হলদিয়া আইওসি রিফাইনারির নতুন লুব অয়েল প্ল্যান্ট ওইদিন উদ্বোধন হবে। একই সঙ্গে রিগ্যাসিফায়েড লিক্যুইফায়েড ন্যাচারাল গ্যাসের (আরএলএনজি) একটি প্রকল্পের সূচনা হবে ওইদিন। এছাড়া বন্দরের অত্যাধুনিক রিমোট ফায়ার ফাইটিং সিস্টেম এবং একটি রেল মাউন্টেড কিউ ক্রেনের (আরএমকিউসি) উদ্বোধন হবে। আইওসি রিফাইনারি এবং বন্দর কর্তৃপক্ষ সূত্রে এখবর জানা গিয়েছে। আইওসি কর্তৃপক্ষ জানিয়েছে, ফেব্রুয়ারির গোড়াতে ওই লুব অয়েল প্ল্যান্ট 'কমিশনিং' অর্থাৎ চালু করার প্রক্রিয়া শুরু হয়েছে। কিছুদিনের মধ্যেই নয়া লুব্রিকেটিং অয়েল বা লুব অয়েল প্ল্যান্ট উৎপাদন শুরু করবে। হলদিয়া আইওসি রিফাইনারির এই ক্যাটালেটিক ডি-ওয়াক্সিং ইউনিট ভারতে সর্ববৃহৎ লুব অয়েল প্ল্যান্ট হতে চলেছে। দেশে সর্বপ্রথম উৎকৃষ্টমানের লুব অয়েলের চাহিদা পূরণ করবে বলে দাবি আইওসির। হলদিয়া রিফাইনারি বিশেষত্ব হল, দেশের মধ্যে একমাত্র এখানেই লুব অয়েল তৈরি হয়। পরিবহণ শিল্পে লুব অয়েল গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। আইওসির 'সার্ভো' লুব অয়েল ব্র্যান্ড নতুন করে শুধু দেশ নয়, এবার বিদেশের বাজার দখলে ঝাঁপিয়ে পড়বে। আইওসি কর্তৃপক্ষ জানিয়েছে, লুব অয়েলের জন্য এতদিন দেশের পরিবহণ শিল্পকে আমদানির উপর ভরসা করতে হত। হলদিয়ার প্ল্যান্ট চালু হলে আমদানি খরচ কমবে এবং বিদেশি মুদ্রা সাশ্রয় হবে। অন্যদিকে, আইওসি প্ল্যান্ট জ্বালানি হিসেবে এবার ন্যাচারাল গ্যাস ব্যবহার করবে। ওই গ্যাস আনা হবে পারাদীপ থেকে পাইপলাইনে। 

No comments