Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হলদিয়ায় লাল পতাকা উড়ল, বন্দরের সমবায় ভোটে ধরাশায়ী তৃণমূল, খালি হাতে ফিরল বিজেপি

ভিডিও দেখতে ক্লিক করুনhttps://youtu.be/LL4WHX40wZc
হলদিয়ায় লাল পতাকা উড়ল, বন্দরের সমবায় ভোটে ধরাশায়ী তৃণমূল, খালি হাতে ফিরল বিজেপিহলদিয়া বন্দরের কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটি’র নির্বাচনে জয় ছিনিয়ে নিলেন বামপন্থী সংগঠনের প্রতিনি…

 


ভিডিও দেখতে ক্লিক করুন

https://youtu.be/LL4WHX40wZc


হলদিয়ায় লাল পতাকা উড়ল, বন্দরের সমবায় ভোটে ধরাশায়ী তৃণমূল, খালি হাতে ফিরল বিজেপি

হলদিয়া বন্দরের কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটি’র নির্বাচনে জয় ছিনিয়ে নিলেন বামপন্থী সংগঠনের প্রতিনিধিরা। ১৫টি আসনের মধ্যে ১২টিতেই বিজয়ী হয়ে সমবায় নিজেদের দখলে রাখল বামেরা। বাকি ৩টি আসন পেয়েছে শাসক দল তৃণমূল। তবে একটিও আসন না পেয়ে খালি হাতে ফিরতে হল বিজেপি সমর্থিত বিএমএস প্রতিনিধিদের। এই ফলে স্বভাবতই খুশি বামেরা। অন্য দিকে, তৃণমূল বা বিজেপি এই ভোটের ফলাফল নিয়ে কোনও মন্তব্য করতে রাজি হয়নি।

গত ১৫দিন ধরে সমবায়ের নির্বাচন ঘিরে জোরদার প্রচার চলে। সেই জন্য শিল্পাঞ্চলের সমস্ত রাজনৈতিক দলের নজর ছিল এই নির্বাচনের ফলাফলের দিকে। কারণ, লোকসভা নির্বাচনের আগে বন্দরের এই সমবায় ভোট ছিল সব রাজনৈতিক দলের কাছেই অ্যাসিড টেস্ট। এদিন সকাল থেকেই হলদিয়ার টাউনশিপ চত্বরে ছিল টানটান উত্তেজনা। ওই সমবায়ে পাঁচ বছর পর নির্বাচন হল। স্বাভাবিকভাবেই ফলাফল নিয়ে ব্যাপক উৎসাহ ছিল। বন্দরের স্থায়ী কর্মীরাই নির্বাচনে অংশ নিতে পারেন। নির্বাচন ঘোষণার সময় সমবায়ের ভোটার ছিল ৬৮০জন। ডিসেম্বরে ১০জন বন্দর কর্মী অবসর নেওয়ায় ভোটার কমে দাঁড়ায় ৬৭০জন। এদিন ৬১৩জন ভোট দেন। সিপিএমের ক্যালকাটা পোর্ট অ্যান্ড সোর মজদুর ইউনিয়ন, এসইউসির সিপিএসইউ এবং নির্দল মিলে প্রগতিশীল জোট তৈরি হয়েছিল। প্রগতিশীলদের প্রাপ্ত ১২টি আসনের মধ্যে বামেরা পেয়েছে তিনটি, এসইউসির চারটি এবং নির্দল পাঁচটি আসন পেয়েছে। ওই নির্দলরা বিক্ষুব্ধ তৃণমূল হিসেবে পরিচিত বলে জানা গিয়েছে। 

৮ ই জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ ফল ঘোষণা হয়। এদিন সর্বোচ্চ ভোট পেয়েছেন প্রগতিশীল জোটের প্রার্থী সমীর দাশগুপ্ত। সিপিএমের জেলা কমিটির সদস্য অচিন্ত্য শাসমল বলেন, ব্রিগেড সমাবেশে যেভাবে মানুষের ঢল নেমেছিল তার প্রতিক্রিয়া দেখা গেল হলদিয়ায়। লোকসভা নির্বাচন বা পুর নির্বাচনের আগাম পূর্বাভাস মিলেছে বন্দরের ভোটে। বন্দরের সিটু নেতা বিমান মিস্ত্রি জয়ী প্রগতিশীল প্রার্থীদের অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, বন্দরে শ্রমিক কর্মচারীদের লড়াইয়ের পাশে সবসময় থাকার ফল পেয়েছে বামেরা। তবে তৃণমূল ও বিজেপির ব্যাখ্যা, বন্দরের স্থায়ী কর্মীদের সিংহভাগ সিপিএমের আমলে চাকরি পেয়েছেন। তাই স্বাভাবিকভাবেই পুরনো কর্মী হিসেবে তাঁরা বামেদের পক্ষে ভোট দিয়েছে। তৃণমূল কংগ্রেসের হলদিয়া শহরের সভাপতি মিলন মণ্ডল বলেন, বন্দরে অন্য একটি ভোটে গতবার তৃণমূল একটিও আসন পায়নি। সে তুলনায় তিনটি আসনে জয়ী হওয়ায় অপেক্ষাকৃত ভালো হয়েছে। লোকসভা নির্বাচনকে সামনে রেখে শিল্পাঞ্চলে সংগঠন আরও শক্তিশালী করতে বুথ মিটিংয়ে জোর দেওয়া হয়েছে। বন্দরের বিজেপি নেতা প্রদীপ বিজলি বলেন, কোনও আসন না পেলেও প্রার্থীরা ভালো ভোট পেয়েছেন। বন্দরের বিএমএসের সদস্য ৫০জন। কিন্তু প্রার্থীরা গড়ে ১০০টির উপর ভোট পেয়েছেন।

এই হলদিয়া এক সময় বামেদের দুর্গ হিসাবে পরিচিত, হলদিয়া শিল্পাঞ্চলের উপর দিয়ে কয়েক বছরে বয়ে গিয়েছে পরিবর্তনের একাধিক স্রোত। এক সময়ের বাম বিধায়ক তাপসী মণ্ডল এখন বিজেপির টিকিটে জয়ী হয়েছেন। পাশাপাশি বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সভাপতির দায়িত্ব সামলাচ্ছেন তিনি। সিপিএমের আর এক দোর্দণ্ডপ্রতাপ নেতা তথা প্রাক্তন সাংসদ লক্ষ্মণ শেঠ এখন কংগ্রেস নেতা। তার মধ্যে হলদিয়া বন্দরের এই সমবায় নির্বাচনে বামেদের জয় খুবই তাৎপর্যপূর্ণ।

No comments