Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সব তীর্থ বারবার গঙ্গাসাগরযাত্রা একবার

সব তীর্থ বারবার গঙ্গাসাগরযাত্রা একবার পূর্ব মেদিনীপুর জেলা হলদিয়া পৌরসভার টাউনশিপ। হলদি নদীর তীরে এই দৃশ্য এখন খুব কমন। বহু  যাত্রী অপেক্ষা করে রয়েছেন নৌকায় উঠবেন। আড়াই থেকে তিন ঘন্টার রাস্তা । জলপথে এই সময় নদী শান্ত। অনেকে…

 



 সব তীর্থ বারবার গঙ্গাসাগরযাত্রা একবার 

পূর্ব মেদিনীপুর জেলা হলদিয়া পৌরসভার টাউনশিপ। হলদি নদীর তীরে এই দৃশ্য এখন খুব কমন। বহু  যাত্রী অপেক্ষা করে রয়েছেন নৌকায় উঠবেন। আড়াই থেকে তিন ঘন্টার রাস্তা । জলপথে এই সময় নদী শান্ত। অনেকেই কচুবেড়া যান নদীপথে। সেখান থেকে গঙ্গাসাগর। প্রশ্ন হল যাত্রী সুরক্ষা। বিপদ হয়ে যাওয়ার পর হইচই হয়। তৎপর হয় প্রশাসন। এই যে যাত্রীরা নৌকায় উঠবেন। উঠতে হবে কাঠের পাটাতন বেয়ে। নিচে বোল্ডার। বেশ ঝুঁকির।

পাশেই থাকা স্থায়ী কেন্দেমারি জেটি ব্যবহারে অসুবিধা কোথায়? প্রশাসনের কাছে বিষয়টি  তুলে ধরা হল। নজর দেওয়ার অনুরোধ করি। গঙ্গাসাগর মেলায় যাওয়া যাত্রীদের সুরক্ষার কথা ভেবে বিষয়টি নিয়ে ভাববে প্রশাসন প্রত্যাশা রাখি।

No comments