Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বন্দরে ক্রেডিট সোসাইটি নির্বাচনে জয়ী হলেন বাম প্রগতিশীল জোট

ভিডিও দেখতে ক্লিক করুনhttps://youtu.be/O_OKTQs28oE
বন্দরে ক্রেডিট সোসাইটি নির্বাচনে জয়ী হলেন বাম প্রগতিশীল জোটহলদিয়া বন্দরে এমপ্লোইজ ক্রেডিট সোসাইটি কো-অপারেটিভ নির্বাচনে ১৫ টি আসনের মধ্যে বাম প্রগতিশীল জোট ১২ টি আসলে জয়ী হলেন।…

 


ভিডিও দেখতে ক্লিক করুন

https://youtu.be/O_OKTQs28oE


বন্দরে ক্রেডিট সোসাইটি নির্বাচনে জয়ী হলেন বাম প্রগতিশীল জোট

হলদিয়া বন্দরে এমপ্লোইজ ক্রেডিট সোসাইটি কো-অপারেটিভ নির্বাচনে ১৫ টি আসনের মধ্যে বাম প্রগতিশীল জোট ১২ টি আসলে জয়ী হলেন। ৮ই  জানুয়ারি সোমবার সকাল থেকে টানটান উত্তেজনার মধ্য দিয়ে কড়া পুলিশ পাহারায় নির্বাচন অনুষ্ঠিত হয়। ভারতীয় মজদুর সংঘ বিএমএস একক প্রতিদ্বন্দ্বিতা করেন। এবং আরেকটি প্যানেল শাসকদল তৃনমূলের দুই গোষ্ঠী। অপর দিকে সি পি এস ইউ এবং সি আই টিইউসহ তিন টি জোট প্যানেলে এবারে নির্বাচনে মুখোমুখি হয়।

ভোটের ফলাফলে জানা যায় ১৫ টি আসনের মধ্যে  প্রগতিশীল প্রার্থীরা পেয়েছেন ১২টি আসন ৩টি আসন পেয়েছেন শাসক দল তৃণমূল এবং ভারতীয় জনতা পার্টি বিএমএস একটা আসন পেল না। প্রগতিশীল প্রার্থীদের জয়ের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন এবং জানালেন ২০১৯ সাল এই এমপ্লোইজ ক্রেডিট সোসাইটি লিমিটেডের নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু শাসক দল কোন ক্রেডিট সোসাইটি নির্বাচন করতে রাজি ছিলেন না। বিগত বোর্ড সহ ক্রেডিট সোসাইটি যেগুলো রয়েছে তাদের আন্দোলনের ফলেই পুনরায় সেই নির্বাচনগুলি সংঘটিত হচ্ছে।

আসন্ন লোকসভা নির্বাচনের আগে হলদিয়া শিল্পাঞ্চলে এলাকায়  এই নির্বাচনে খুবই গুরুত্বপূর্ণ। সেই নির্বাচনে বাম প্রগতিশীল প্রার্থীরা এগিয়ে রইলেন। তাহলে কি লাল পতাকা দলের কর্মীরা অক্সিজেন পাচ্ছে ? লাল কি আবার ফিরবে হলদিয়ায়? সে নিয়ে এখন জোর চর্চা শুরু হয়েছে। আভ্যন্তরীণ সূত্রে জানা যায় সেই জন্য প্রায় ১৫ মাস অতিক্রান্ত হল হলদিয়া পৌরসভার নির্বাচন শাসকদল করেননি। আগামী ২২শে জানুয়ারি ভারতবর্ষের প্রধানমন্ত্রী অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন করবেন। সেই নিয়ে পূর্ব মেদিনীপুর সহ হলদিয়াতে ঘন ঘন আসছেন কেন্দ্রীয় মন্ত্রী। বিভিন্নভাবে আসন্ন লোকসভা নির্বাচনের আগেই জনসংযোগ বৃদ্ধি করছেন। যদিও হলদিয়া বিধানসভা ভারতীয় জনতা পার্টি বিজেপির দখলে রয়েছেন তা সত্ত্বেও বন্দরের সোসাইটি নির্বাচনে বন্দরে স্থায়ী শ্রমিকদের বিএমএস কোন আসন পেলনা এখন দলের অভ্যন্তরীণ গুঞ্জন শুরু হয়েছে।


No comments