Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ঐতিহাসিক ঘটনার সাক্ষী, এই প্রথম শিল্প শহরে পরিবেশবান্ধব বাসের উদ্বোধন

ভিডিও দেখতে ক্লিক করুনhttps://youtu.be/IaE0va-H3RI
ঐতিহাসিক ঘটনার সাক্ষী, এই প্রথম শিল্প শহরে পরিবেশবান্ধব বাসের উদ্বোধন 
জেলা এক ঐতিহাসিক ঘটনার সাক্ষী: প্রথম ইভি বাসের উদ্বোধন করলো হলদিয়া এনার্জি লিমিটেডবেসরকারী ক্ষেত্রে পূর্ব মেদ…

 


ভিডিও দেখতে ক্লিক করুন

https://youtu.be/IaE0va-H3RI


ঐতিহাসিক ঘটনার সাক্ষী, এই প্রথম শিল্প শহরে পরিবেশবান্ধব বাসের উদ্বোধন 


জেলা এক ঐতিহাসিক ঘটনার সাক্ষী: প্রথম ইভি বাসের উদ্বোধন করলো হলদিয়া এনার্জি লিমিটেডবেসরকারী ক্ষেত্রে পূর্ব মেদিনীপুর জেলায় প্রথম বৈদ্যুতিক বাস পরিষেবা শুরু করে অনন্য নজীর সৃষ্টি করল RPSG গ্রুপ অন্তর্ভুক্ত বিদ্যুৎ উৎপাদনকারী সংস্থা হলদিয়া এনার্জি লিমিটেড। নিজেদের কর্মচারীদের পরিবহন পরিষেবার জন্য এই যানটির শুভ সূচনা হয় ৯ই জানুয়ারী,  মঙ্গলবার।বৈদ্যুতিক বাসটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন, হলদিয়া এনার্জি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর শ্রী রবি চৌধুরী। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট এবং প্ল্যান্ট হেড, শ্রী সোমনাথ দত্ত , শ্রী রামকৃষ্ণ সিং, প্রোডাক্ট ম্যানেজার - টাটা মোটর্স, শ্রী আবির সাধুখান, কাস্টমার সাপোর্ট ম্যানেজার, টাটা মোটর্স এবং উপস্থিত ছিলেন সংস্থার অন্যান্য উচ্চ আধিকারিকবৃন্দ।উদ্বোধনী অনুষ্ঠানে শ্রী রবি চৌধুরী বলেন, শুধুমাত্র হলদিয়া এনার্জি লিমিটেডেই নয়, আমাদের RPSG গ্রুপের সংস্কৃতির মধ্যেই পরিবেশগত সচেতনতা ও মূল্যবোধ রয়েছে। RPSG গ্রুপ সার্বিকভাবে শূন্য কার্বন ফুটপ্রিন্টের লক্ষে এগিয়ে চলেছে। আর এই লক্ষ্যে একটি উদ্ভাবনমূলক ক্ষুদ্র সংযোজন এই ইলেকট্রিক বাস যা আমাদের গর্বিত করেছে।অনুষ্ঠানে উপস্থিত বাস নির্মাণকারী সংস্থা টাটা মোটোর্স এর প্রোডাক্ট ম্যানেজার, শ্রী রামকৃষ্ণ সিং বলেন বৈদ্যুতিক যানবাহন মানেই কেবলমাত্র সরকারি যানবাহন, এই চিরাচরিত ধারণা আজ পাল্টে দিলো হলদিয়া এনার্জি লিমিটেড, পূর্ব ভারত বিশেষত: পশ্চিমবঙ্গ, ওডিশা, ঝাড়খন্ড বিহার এবং আসাম রিটেল বিবে সেগমেন্টে প্রথম ইভি বাসের উদ্বোধন করলো হলদিয়া এনার্জি লিমিটেড। প্রেসিডেন্ট এবং প্ল্যান্ট হেড শ্রী সোমনাথ দত্ত বলেন যে, আমাদের সমস্ত প্রয়াস একটি উজ্জ্বল ভবিষ্যতের জন্য। আমাদের কাজ করে যাওয়া ইলেকট্রিক বাসটি শুধু বাহন নয়, এটি স্থায়ী উন্নয়নের প্রতীক। এই প্রয়াস শুধুমাত্র আমাদেরই নয় দেশেরও বৈদেশিক মুদ্রা সাশ্রয়ে অবদান রাখবে।

No comments