হলদিয়া মহকুমার প্রশাসনের উদ্যোগে ২৬ শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের পতকা তুললেন মহকুমার শাসক সুপ্রভাত চ্যাটার্জী
ভারতবর্ষ জুড়ে আজ প্রজাতন্ত্র দিবস ৭৫ তম পালিত হচ্ছে সরকারি অফিস স্কুল কলেজ এবং স্বেচ্ছাসেবী সংগঠন ক্লাব পাঠাগারে । …
হলদিয়া মহকুমার প্রশাসনের উদ্যোগে ২৬ শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের পতকা তুললেন মহকুমার শাসক সুপ্রভাত চ্যাটার্জী
ভারতবর্ষ জুড়ে আজ প্রজাতন্ত্র দিবস ৭৫ তম পালিত হচ্ছে সরকারি অফিস স্কুল কলেজ এবং স্বেচ্ছাসেবী সংগঠন ক্লাব পাঠাগারে । তার সাথে কারখানার গেটে পালিত হল প্রজাতন্ত্র দিবস। হলদিয়া মহকুমার শাসকের উদ্যোগে হলদিয়া দুর্গাচক সরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের মাঠেই পালিত হলো প্রজাতন্ত্র দিবস।
এলাকা মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক ২০২৩ এ হলদিয়া মহকুমারের মধ্যে যারা প্রথম দ্বিতীয় তৃতীয় তাদেরকে পুরস্কৃত করা হয় এবং তার সাথে কুচকাওয়াজ ু এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে যে সকল স্কুল অংশগ্রহণ করেছিলেন তাদেরকেও পুরস্কৃত করা হয়। পুরস্কার গুলো তুলে দিলেন সুপ্রভাত চ্যাটার্জী সহ মহকুমার এলাকার বিভিন্ন আধিকারিক বৃন্দ। তথ্য সংস্কৃত দপ্তরের হলদিয়া মহকুমার আধিকারিক ঋতুপর্ণা হালদার।
২৬জানুয়ারী, ২০২৪-এ অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের তালিকা:
টেবলো প্রদর্শনী,
1. ARTO হলদিয়া (1ম) 2. BDO মহিষাদল (২য়)3. BDO সুতাহাটা (3য়)4. BDO হলদিয়া 5. হলদিয়া পৌরসভা 6. হলদিয়া সাব কারেকশনাল হোম 7. ফায়ার ও ইমার্জেন্সি সার্ভিস 8. দুর্গাচক থানা 9. হলদিয়া সমাজ কল্যাণ পরিষদ 10. অভ্যুদয়
সাংস্কৃতিক অনুষ্ঠান-1. ডিএভি পাবলিক স্কুল 2. অনন্তপুর দেশপ্রাণ জাতীয় বিদ্যামন্দির 3. বাসুদেবপুর কন্যামিলন বিদ্যাভবন 4. দ্য অ্যাসেম্বলি অফ গড চার্চ, হলদিয়া 5. সুতাহাটা লাবণ্যপ্রভা বালিকা বিদ্যাভবন 6. বিদ্যাসাগর প্রা. লিমিটেড 7. বিবেকানন্দ মিশন মহাবিদ্যালয়
কুচক আওয়াজ ,প্যারেড-
1. হলদিয়া সরকার স্পঞ্জ। এক্স-ক্লাস সেকেন্ড। স্কুল (H.S.)- ১ম 2. DAV পাবলিক স্কুল- 2য় 3. হলদিয়া হাই স্কুল (H.S.)- 3য় 4. নেতাজি সুভাষ চন্দ্র বসু প্রাইভেট আইটিআই 5. বিদ্যাসাগর প্রাইভেট আইটিআই 6. পৌরো পাঠভবন 7. মহিষাদল গয়েশ্বরী, 8. হরিণভাষা নিবেদিতা বালিকা শিক্ষানিকেতন, 9. হলদিয়া পুনর্বাসন বিদ্যানিকেতন (H.S)10. বাসুদেবপুর কন্যামিলন বিদ্যাভবন উচ্চ বিদ্যালয় 11. জয়নগর উচ্চ বিদ্যালয় (এইচ.এস.)12. পূর্ব শ্রীকৃষ্ণপুর BTM বিদ্যাপীঠ (H.S)
No comments