৭৫ তম প্রজাতন্ত্র দিবস হলদিয়া রিফাইনারি উদ্যোগে পালিত হল
উৎসাহ ও উদ্দীপনার সাথে ৭৫ তম প্রজাতন্ত্র দিবস উদযাপন হল হলদিয়া রিফাইনারী। ত্রিবর্ণরঞ্জিত জাতীয় পতাকা উত্তোলন করেন হলদিয়া রিফাইনারীর সিজিএম এবং রিফাইনারী হেড মিঃ অতনু…
৭৫ তম প্রজাতন্ত্র দিবস হলদিয়া রিফাইনারি উদ্যোগে পালিত হল
উৎসাহ ও উদ্দীপনার সাথে ৭৫ তম প্রজাতন্ত্র দিবস উদযাপন হল হলদিয়া রিফাইনারী। ত্রিবর্ণরঞ্জিত জাতীয় পতাকা উত্তোলন করেন হলদিয়া রিফাইনারীর সিজিএম এবং রিফাইনারী হেড মিঃ অতনু সান্যাল। হলদিয়া রিফাইনারীর কর্মচারীদের কোরাস দল জাতীয় সঙ্গীত পরিবেশন করেন। সিআইএসএফ, ডিজিআর সুরক্ষা কর্মীদের সঙ্গে নিয়ে প্লাতুনগুলি পরিদর্শন করেন প্রধান অতিথি। অনুষ্ঠানে হলদিয়া রিফাইনারীর পরিবারবর্গ এবং স্টেকহোল্ডারদের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য রাখেন প্রধান অতিথি ।
অনুষ্ঠানে তেরাঙ্গা বেলুন ও পায়রা ওড়ান অতিথিরা। প্রধান অতিথি এবং উপস্থিত বিশিষ্ট ব্যক্তিরা বিভিন্ন বিভাগের পুরস্কার প্রদান করেন। দেশাত্মবোধক থিমের ওপর সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপন করে কেন্দ্রীয় বিদ্যালয়, বিবেকানন্দ মিশন স্কুল, ভবনস্ এবং ডিএভি পাবলিক স্কুল। উপস্থিত ছিলেন হলদিয়া রিফাইনারীর ফার্স্ট লেডি মিসেস দোয়েল সান্যাল
No comments