জেলা প্রশাসন দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন করলেন জেলাশাসক তানভীর আফজল ৭৫ তম প্রজাতন্ত্র দিবস পালন করল পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। ভারতের জাতীয় পতাকা উত্তোলন করলেন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক তানবীর আফজল।সারা ভারতবর্ষে সাধারণতন্ত্…
জেলা প্রশাসন দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন করলেন জেলাশাসক তানভীর আফজল
৭৫ তম প্রজাতন্ত্র দিবস পালন করল পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। ভারতের জাতীয় পতাকা উত্তোলন করলেন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক তানবীর আফজল।
সারা ভারতবর্ষে সাধারণতন্ত্র দিবস পালন হল শুক্রবার। পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার তমলুক রাখাল মেমোরিয়াল ফুটবল গ্রাউন্ডে সাধারণতন্ত্র দিবস পালিত হয়। জাতীয় পতাকা উত্তোলন, স্কুল-কলেজে ছাত্রছাত্রীদের প্যারেড, কুচকাওয়াজ, সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটিকে পালন করা হয়। প্রায় ২৫ থেকে ২৬ টি ট্যাবলো অভিবাদন গ্রহণ করেন জেলাশাসক তানবীর আফজল। জেলা শাসক ছাড়াও এদিন উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য, সহ জেলা প্রশাসনের একাধিক কর্তা ব্যক্তিরা। সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজ দেখতে তমলুক রাখাল মেমোরিয়াল ফুটবল গ্রাউন্ডে সকাল থেকেই ভিড় উপচে পড়ে। পতাকা উত্তোলনের পরে জেলা শাসক তানভীর আফজল পূর্ব মেদিনীপুরের স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধা এবং সম্মান জানান পাশাপাশি পূর্ব মেদিনীপুরের উন্নয়নের খতিয়ান তুলে ধরেন।
No comments