৭৫ বছর পূর্ণ হল সুপ্রিম কোর্টের
মাত্র দু’দিন আগে স্বাধীন দেশের সংবিধান গৃহীত হয়েছে গণ পরিষদে। ১৯৫০ সালের ২৬ জানুয়ারি সাধারণতন্ত্র হিসেবে আত্মপ্রকাশ করে ভারত। এর দু’দিন পরে ২৮ জানুয়ারি আরও এক ইতিহাস রচিত হয়। কাজ শুরু করে সুপ্রিম কো…
৭৫ বছর পূর্ণ হল সুপ্রিম কোর্টের
মাত্র দু’দিন আগে স্বাধীন দেশের সংবিধান গৃহীত হয়েছে গণ পরিষদে। ১৯৫০ সালের ২৬ জানুয়ারি সাধারণতন্ত্র হিসেবে আত্মপ্রকাশ করে ভারত। এর দু’দিন পরে ২৮ জানুয়ারি আরও এক ইতিহাস রচিত হয়। কাজ শুরু করে সুপ্রিম কোর্ট। দেশের ফৌজদারি এবং দেওয়ানি মামলার নিষ্পত্তির চূড়ান্ত ফায়সালা হয় এই শীর্ষ আদালতে। সে হিসেবে রবিবার ৭৫ বছর পূর্ণ হল সুপ্রিম কোর্টের। ভারতীয় বিচারব্যবস্থার এটি একটি সন্ধিক্ষণ। কারণ স্বাধীন দেশের ন্যায় এবং আইনের অভিভাবক হিসেবে মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে এই আইনি প্রতিষ্ঠান। সিপাহী বিদ্রোহের পরেই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির থেকে শাসনভার গ্রহণ করেন মহারানি ভিক্টোরিয়া। এরপরেই সারা দেশে আইনি কাঠামোকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার প্রচেষ্টা শুরু হয়। ১৮৬১ সালে ইন্ডিয়ান হাইকোর্টস অ্যাক্ট পাশ হয়। এই আইনের বলে বিভিন্ন প্রদেশে হাইকোর্ট তৈরির কাজ শুরু হয়। এর আগে কলকাতা, মাদ্রাজ এবং বোম্বাই ছিল কোম্পানির দখলে। তখন এই শহরগুলিতে সুপ্রিম কোর্ট নামের আদালত ছিল। হাইকোর্টস অ্যাক্ট চালু হওয়ায় সেই সুপ্রিম কোর্টগুলি অবলুপ্ত হয়ে গেল। আর এভাবেই কেন্দ্রীয় বিচার ব্যবস্থাকে শ্রীঘরে পাঠিয়ে দেয় ব্রিটিশ সরকার। তা আবার ফেরত আসে ১৯৩৫ সালে ভারত শাসন আইন প্রণোয়নের পর। নাম হয় ফেডারেল কোর্ট অব ইন্ডিয়া। এই ফেডারেল কোর্টই শীর্ষ আদালত হিসেবে কাজ শুরু করে। স্বাধীন ভারতে অবশ্য ফেডারেল কোর্ট অব ইন্ডিয়া এবং জুডিশিয়াল কমিটি অব প্রিভি কাউন্সিলের অবসান ঘটিয়ে ১৯৫০ সালের ২৮ জানুয়ারি সুপ্রিম কোর্টের যাত্রা শুরু হয়। প্রথম প্রধান বিচারপতি হন এইচ জে কানিয়া।
No comments