ভিডিও দেখতে ক্লিক করুনhttps://youtu.be/z5RmtU9Wiz4বিএমএস রাজ্য অধিবেশনে সভাপতি নির্বাচিত হলেন- প্রদীপ
হুগলি জেলায় ২৬ তম ত্রৈবাষিক বিএমএস রাজ্য অধিবেশনে সভাপতি নির্বাচিত হলেন- প্রদীপ গত ২২শে জানুয়ারি অযোধ্যায় প্রতিষ্ঠিত হয়েছে র…
ভিডিও দেখতে ক্লিক করুন
https://youtu.be/z5RmtU9Wiz4
বিএমএস রাজ্য অধিবেশনে সভাপতি নির্বাচিত হলেন- প্রদীপ
হুগলি জেলায় ২৬ তম ত্রৈবাষিক বিএমএস রাজ্য অধিবেশনে সভাপতি নির্বাচিত হলেন- প্রদীপ
গত ২২শে জানুয়ারি অযোধ্যায় প্রতিষ্ঠিত হয়েছে রামলালার প্রাণ প্রতিষ্ঠা। কেন্দ্র সরকার আসন্ন লোকসভা নির্বাচনের জন্য বিভিন্নভাবেই গন সংগঠন গুলিকে মজবুত করার লক্ষ্য নিয়ে একাধিক কর্মসূচি নিয়েছেন তারই সাথে রাজ্য সরকারও তাদের বিভিন্ন কর্মসূচি নিয়েছেন। হুগলি জেলায় শুরু হল ২৬ তম ত্রৈবাষিক বিএমএস রাজ্য অধিবেশন।
আসন্ন লোকসভা নির্বাচন আর তার আগেই শ্রমিক সংগঠন মজবুত করার লক্ষ্য নিয়ে বিএমএস হুগলি জেলার রিভারসিক অধিবেশন শুরু হয়েছিল।
শিবপ্রসাদ সিং মঞ্চে বিএমএস রাজ্য ২৬ তম ত্রৈবাষিক অধিবেশন ২৭ জানুয়ারি থেকে শুরু হয়েছিল হুগলি জেলার রিসড়াতে। রাজ্যের বিভিন্ন কারখানার শ্রমিক সাংগঠনের নেতৃত্বগন উপস্থিত হয়েছিলেন। শুরুতে রিসড়া এলাকায় সুসজ্জিত মিছিল সংঘটিত হয়।
বিএমএস রাজ্য কমিটির ২৬তম ত্রৈবাষিক সম্মেলন শুরু হল দুদিন ধরে ২৭ এবং 2৮ জানুয়ারি। অধিবেশনে শেষ হয় ২৮ শে জানুয়ারি। শিবপ্রসাদ সিং মঞ্চে অধিবেশনের কাজ শুরু হয় । প্রদেশ কমিটির পক্ষ থেকে হুগলি জেলায় শিবপ্রসাদ সিং মঞ্চে নতুন কমিটি গঠন হলো, সেই কমিটির সভাপতি দায়িত্ব পেলেন হলদিয়ার ভূমিপুত্র প্রদীপ বিজলী। বি এম এস রাজ্য কমিটি নবনির্বাচিত সভাপতি প্রদীপ বিজলী সকল প্রতিনিধিদের কৃতজ্ঞতা ধন্যবাদ জ্ঞাপন করলেন। আগামী দিনে বিএমএস সংগঠন প্রত্যেকটি কারখানায় যাতে গড়ে ওঠে সেজন্য সকলে সহযোগিতা একান্ত কামনা করলেন। গত বাইশে জানুয়ারি অযোধ্যায় তার প্রতিষ্ঠা হয়েছে রাম লার আর সেই মাসেই বিএমএস প্রদেশ রাজ্য ২৬ তম ত্রৈবাষিক সম্মেলনে নতুন কমিটি তৈরি হল, সেই কমিটি প্রতিটি কারখানা সিওডি সংক্রান্ত তদারকি করা, শ্রমিকদের স্বার্থে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা , আগামী লোকসভা নির্বাচনে শ্রমিকদের মুখ্য ভূমিকা পালন করা, সকল রাজ্য কমিটির সদস্যদের এগিয়ে এসে সংগঠনকে আরো মজবুত করার আহ্বান জানালেন সদ্য নির্বাচিত বিএমএস রাজ্য প্রদেশ সভাপতি প্রদীপ বিজলি। কলকাতা হলদিয়া পোর্ট ডঃ শ্যামা প্রসাদ মুখার্জী বন্দরের তরফ থেকে নবনির্বাচিত প্রদীপ বিজলীকে শুভেচ্ছা জানান। পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ার ভূমিপুত্র প্রদীপ বিজলী বর্তমানে হলদিয়া বন্দরের শ্রমিক। প্রদীপ রাজ্যপ্রদেশের সভাপতি নির্বাচিত হওয়ায় হলদিয়ার বিভিন্ন কারখানার বিএম এস পক্ষ থেকে শুভেচ্ছা জানান।
No comments