লাইনচ্যুত মালগাড়ি, হাওড়া-খড়গপুর আপ লাইনে ব্যাহত ট্রেন চলাচললাইনচ্যুত মালগাড়ি, যার জেরে হাওড়া - খড়গপুর শাখার আপ লাইনে বন্ধ ট্রেন চলাচল। ঘটনাটি ঘটেছে হাওড়া - খড়গপুর শাখার নন্দাইগাজন রেল স্টেশনের কাছে। মালগাড়িটিকে লাইন থেকে সরা…
লাইনচ্যুত মালগাড়ি, হাওড়া-খড়গপুর আপ লাইনে ব্যাহত ট্রেন চলাচল
লাইনচ্যুত মালগাড়ি, যার জেরে হাওড়া - খড়গপুর শাখার আপ লাইনে বন্ধ ট্রেন চলাচল। ঘটনাটি ঘটেছে হাওড়া - খড়গপুর শাখার নন্দাইগাজন রেল স্টেশনের কাছে। মালগাড়িটিকে লাইন থেকে সরানোর কাজ প্রক্রিয়া শুরু করেছে রেল। ঘটনার জেরে দুর্ভোগে পড়েছেন হাওড়া - খড়গপুর শাখার নিত্যযাত্রীরা।
জানা গিয়ছে, নন্দাইগাজন স্টেশনের কাছে এদিন লাইনচ্যুত হয় মালগাড়িটি। যার জেরে মালগাড়িটি থেমে যায়। এদিকে দ্রুত খবর পৌঁছায় রেলের কাছে। খবর পেয়েই সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছন রেলের আধিকারিকরা। শুরু হয় মালগাড়িটিকে সরানোর কাজ। এদিকে এই ঘটনার জেরে হাওড়া - খড়গপুর শাখার আপ লাইনে বন্ধ হয়ে যায় রেল চলাচল। ফলে ব্যাপক সমস্যার মধ্যে পড়তে নিত্যযাত্রীদের। তবে কী কারণে লাইনচ্যুত হল মালগাড়িটি, তা এখনও এখনও পর্যন্ত জানা যায়নি। গোটা বিষয়টি খতিয়ে দেখছে রেল।
No comments