Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সংহতি মিছিল, জোরকদম প্রস্তুতি শুরু করল রাজ্যের শাসকদল

সংহতি মিছিল, জোরকদম প্রস্তুতি শুরু করল রাজ্যের শাসকদল২২ জানুয়ারি অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন। একে ঘিরে জেলায় নানা কর্মসূচি নিয়েছে গেরুয়া শিবির। ঠিক সে দিনই কলকাতায় সংহতি মিছিলের ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই …

 



সংহতি মিছিল, জোরকদম প্রস্তুতি শুরু করল রাজ্যের শাসকদল

২২ জানুয়ারি অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন। একে ঘিরে জেলায় নানা কর্মসূচি নিয়েছে গেরুয়া শিবির। ঠিক সে দিনই কলকাতায় সংহতি মিছিলের ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই কর্মসূচি পালন করতে হবে জেলাতেও। এ মর্মে তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির লিখিত নির্দেশিকা জেলায় পৌঁছে গিয়েছে। শনিবার বিকেলে পূর্ব মেদিনীপুর জেলার এগরা ২ ব্লক তৃণমূল সংখ্যালঘু সেলের উদ্যোগে বালিঘাইতে ব্লক তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে একটি বর্ধিত সভার আয়োজন করা হয়। দলের সংখ্যালঘু সেলের ব্লক তৃণমূল সভাপতি শেখ রেজাউল হোসেন (টুটুল) জানিয়েছেন, আগামী ২২ জানুয়ারি বালিঘাইতে সংহতি মিছিলে সব ধর্মের মানুষেরা যোগদান বাঞ্চনীয়। পাশাপাশি মিছিলের সামনের সারিতে ধর্মগুরুরা থাকবেন। তবে আমরা জোরকদমে সংহতি মিছিলের প্রস্তুতি শুরু করে দিয়েছি। পাশাপাশি আগামী ২৪ জানুয়ারি বালিঘাইতে বারোয়ারিতলায় ব্লক সংখ্যালঘু সেলের সমাবেশ আয়োজিত হবে। রামমন্দির উদ্বোধন আদতে রাজনৈতিক অঙ্ক কষে হয়েছে বলে সরব তৃণমূল। তবে বিজেপির মন্দির- রাজনীতিকে সামনে আনতে তৃণমূল এই সিদ্ধান্ত বলে মত রাজনৈতিক মহলে। উপস্থিত ছিলেন দলের এগরা ২ ব্লক তৃণমূল সভাপতি স্বরাজ খাঁড়া, দলের ব্লক সাধারণ সম্পাদক দীনেশ কুমার প্রধান, এগরা ২ পঞ্চায়েত সমিতির সদস্য শেখ রহমত আলি, জেলা সংখ্যালঘু সেলের সাধারণ সম্পাদক শেখ মঈনুদ্দিন আহমেদ, শেখ লিয়াকত, নজরুল হক, বাইজাদ খান, হামিদ খান, শেখ রমজান, ইপ্তেকার আলি, শেখ রাজুদ্দীন, শেখ মঈনুদ্দিন, অরুণ প্রামাণিক প্রমুখ।

No comments