বিদ্যুৎ সংস্থার আওতায় আঠাশটি এরিয়া অফিস কে দেওয়া হবে বিশেষ সম্মান
এ রাজ্যে বিদ্যুৎ সংস্থার আওতায় ২৮টি এরিয়া অফিস আছে। তার মধ্যে ছ’টি এরিয়া অফিসের আওতায় থাকা সাব-স্টেশনগুলির একটিতেও ২০১৩ থেকে ২০২৩ সালের মধ্যে কোনও দুর্ঘটনা ঘটেন…
বিদ্যুৎ সংস্থার আওতায় আঠাশটি এরিয়া অফিস কে দেওয়া হবে বিশেষ সম্মান
এ রাজ্যে বিদ্যুৎ সংস্থার আওতায় ২৮টি এরিয়া অফিস আছে। তার মধ্যে ছ’টি এরিয়া অফিসের আওতায় থাকা সাব-স্টেশনগুলির একটিতেও ২০১৩ থেকে ২০২৩ সালের মধ্যে কোনও দুর্ঘটনা ঘটেনি। সেগুলি সম্পূর্ণ সুরক্ষিত ছিল। এর স্বীকৃতি স্বরূপ সেই এরিয়া অফিসগুলির কর্তার হাতে পুরস্কার তুলে দিলেন বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস। এরিয়া অফিসগুলি হল বেহালা, আরামবাগ, হলদিয়া, হাওড়া, জলপাইগুড়ি এবং রায়গঞ্জ। বিদ্যুৎ দপ্তর দাবি করেছে, ২৮টি এরিয়া অফিসের মধ্যে ৭৯টি সাব-স্টেশনে গত ১০ বছরে কোনও দুর্ঘটনা ঘটেনি।
No comments