নাটকীয় ভাবে গ্রেফতার বনগাঁ পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান
সন্ধ্যাতেই শ্বশুরবাড়ি থেকে উদ্ধার হয়েছিল নগদ সাড়ে আট লক্ষ টাকা। তারপর মধ্যরাতে প্রায় ১৮ ঘণ্টা ম্যারাথন জেরা শেষে ইডির হাতে গ্রেপ্তার হলেন বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান…
নাটকীয় ভাবে গ্রেফতার বনগাঁ পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান
সন্ধ্যাতেই শ্বশুরবাড়ি থেকে উদ্ধার হয়েছিল নগদ সাড়ে আট লক্ষ টাকা। তারপর মধ্যরাতে প্রায় ১৮ ঘণ্টা ম্যারাথন জেরা শেষে ইডির হাতে গ্রেপ্তার হলেন বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্য (ডাকু)। রাত সাড়ে ১২টা নাগাদ কেন্দ্রীয় এজেন্সির কর্তারা বনগাঁর শিমুলতলার বাড়ি থেকে তাঁকে বের করলে চরম উত্তেজনা তৈরি হয়। বিক্ষোভ শুরু করে শঙ্করবাবুর অনুগামীরা। বাধা দেয় ইডি আধিকারিকদেরও। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা আসরে নামলে পরিস্থিতি আরও ঘোরালো হয়ে ওঠে। ইডি আধিকারিক ও সিআরপিকে লক্ষ্য করে শুরু হয় ইট বৃষ্টি। কাচের বোতলও ছোড়া হয়। ইটের আঘাতে গাড়ির কাচ ভেঙে যায়। পরিস্থিতি সামাল দিতে বেধড়ক লাঠিচার্জ করে সিআরপি। এরপর কোনওমতে শঙ্করকে গাড়িতে তুলে কলকাতার উদ্দেশে রওনা দেয় ইডি। রাত পর্যন্ত ঘটনাস্থলে মোতায়েন ছিল বিশাল পুলিস বাহিনী।
No comments