Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হলদিয়াতে তৃণমূলের ঘর ভাঙছে কংগ্রেস ?

ভিডিও দেখতে ক্লিক করুনhttps://youtu.be/djpnK-g81xEহলদিয়াতে তৃণমূলের ঘর ভাঙছে কংগ্রেস ? পূর্ব মেদিনীপুর জেলার রাম বাম জোট করে তৃণমূল কংগ্রেসকে বিভিন্ন সমবায় এবং গ্রাম পঞ্চায়েত ভোটেও পরাজিত করেছেন । আবার কোথাও রাম বাম জোটকে হারি…

 



ভিডিও দেখতে ক্লিক করুন

https://youtu.be/djpnK-g81xE

হলদিয়াতে তৃণমূলের ঘর ভাঙছে কংগ্রেস ? 

পূর্ব মেদিনীপুর জেলার রাম বাম জোট করে তৃণমূল কংগ্রেসকে বিভিন্ন সমবায় এবং গ্রাম পঞ্চায়েত ভোটেও পরাজিত করেছেন । আবার কোথাও রাম বাম জোটকে হারিয়ে তৃণমূল একাই জয়লাভ করেছে।

শিল্প শহর হলদিয়া এক সময় কংগ্রেসের দুর্জয় ঘাঁটি হিসেবে প্রমাণ হয়েছিল। কংগ্রেসের প্রতিনিধিরাই লোকসভা এবং বিধানসভায় প্রতিনিধিত্ব করতেন। পরবর্তীকালে বামফ্রন্টের অগ্রগতি ঘটে। বামফ্রন্ট থেকে বিজেপিতে কখনো তৃণমূলে কেউবা কংগ্রেসে জয়লাভ যোগদান করেছেন। বতর্মানে শিল্প শহর হলদিয়া বিধানসভা বামফ্রন্টের নির্বাচিত বিধায়ক পরবর্তীকালে বিজেপিতে যোগদান করে পুনরায় নির্বাচিত হয়েছেন। বর্তমানে হলদিয়া বিধানসভা বিজেপির দখলেই রয়েছে। 

 কখনো বামপন্থীরা কেউ কেউ নিজের দল গঠন করেছেন অথবা বিজেপিতে যোগদান করেছেন ,অনেকেই শাসক দল তৃণমূলও যোগদান করেছেন। হলদিয়া পঞ্চায়েত সমিতির প্রাক্তন শিক্ষা কর্মাধ্যক্ষ আলোক রঞ্জন দাসকে নিয়ে এখন চলছে গুঞ্জন। চারটি বাজার কমিটির সমন্বয়ে হলদিয়া উৎসব এবং বইমেলার সভা হয়েছিল সেই সভাতে কংগ্রেসের নেতৃত্ব উপস্থিত ছিলেন।

 গত ২০২৩ জানুয়ারি বইমেলা অরাজনৈতিক দলের প্রতিনিধিত্বে সুতাহাটা আজাদ হিন্দ নগর হয়েছিল। কিন্তু বিভিন্ন সমস্যা অর্থনৈতিক জন্য ২০২৪ বর্ষে ২২ থেকে ২৮ জানুয়ারি বইমেলা এবং গণবিবাহ উৎসব কমিটির ব্যানারে অনুষ্ঠিত হলো।

 হলদিয়া উৎসব কমিটির সভাপতি তথা মেলার প্রাণপুরুষ বর্তমান প্রদেশ কংগ্রেসের রাজ্য সহ-সভাপতি লক্ষ্মণ শেঠ। সেই বইমেলা এবং লক্ষ্মণ শেঠের সান্নিধ্যে এসেছে বলে অনেকের দাবি। মেলা দলমত নির্বিশেষে সকলকে নিয়েই হচ্ছে কেউ বামপন্থী অথবা তৃণমূল কংগ্রেস কেউবা বিজেপিতে রয়েছেন কিন্তু মেলা সকলের জন্য সেই মেলাতে এসেছেন অনেকেই ।

তাহলে কি  লক্ষ্মণ শেঠের দলে যোগদান করবেন? সে নিয়ে চলছে  গুঞ্জন। তাহলে কি সত্যিই তৃণমূলের প্রাক্তন নির্বাচিত জনপ্রতিনিধি পঞ্চায়েত সদস্য তৃণমূল ছেড়ে কংগ্রেসের যোগদান করবেন? সে নিয়ে এখন অলিতে গলিতে গুঞ্জন শুরু হয়েছে। হলদিয়া বন্দর পত্রিকার সম্পাদক দুর্গাপদ মিশ্র সাক্ষাৎকারে  আলোক রঞ্জন দাস বলেন এ কথা সম্পূর্ণ মিথ্যা আমরা সকলেই সমাজসেবার সঙ্গে যুক্ত তাই যারা এই সমাজের কাজ করতে চায় তাদেরকে সঙ্গে নিয়েই আমরা একসঙ্গে চলার চেষ্টা করি। তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান করা কখনোই ভাবেনি যে বা যারা বলছেন এটা ভুল ব্যাখ্যা দিচ্ছেন মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন।

No comments