নয়া বিজ্ঞপ্তি অনুযায়ী মাধ্যমিক পরীক্ষা সকাল ৯টা ৪৫ মিনিট থেকে শুরু
মাধ্যমিক পরীক্ষার সময় বদল নিয়ে রাজ্য ও পর্ষদের যুক্তিতে সন্তুষ্ট নয় হাইকোর্ট। তবে সময় বদলের আর্জি নাকচ করে দিয়েছেন বিচারপতি বিশ্বজিত বসু। ফলে নয়া বিজ্ঞপ্তি অনুয…
নয়া বিজ্ঞপ্তি অনুযায়ী মাধ্যমিক পরীক্ষা সকাল ৯টা ৪৫ মিনিট থেকে শুরু
মাধ্যমিক পরীক্ষার সময় বদল নিয়ে রাজ্য ও পর্ষদের যুক্তিতে সন্তুষ্ট নয় হাইকোর্ট। তবে সময় বদলের আর্জি নাকচ করে দিয়েছেন বিচারপতি বিশ্বজিত বসু। ফলে নয়া বিজ্ঞপ্তি অনুযায়ী সকাল ৯টা ৪৫ মিনিটেই শুরু হবে পরীক্ষা। তবে, ছাত্রছাত্রীরা যাতে নির্বিঘ্নেই পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পারে, তা নিশ্চিত করতে একাধিক পদক্ষেপের নির্দেশ দিয়েছেন বিচারপতি বিশ্বজিৎ বসু।
কোন যুক্তিতে পরীক্ষার সময়সূচি বদল করা হল, তার কারণ জানতে চেয়েছিল আদালত। উত্তরে রাজ্য ও পর্ষদের তরফে একযোগে জানানো হয়, অফিস টাইমের যানজট এড়াতেই এই পদক্ষেপ। এই যুক্তি শুনেই বিচারপতি বসু বলেন, ‘বোগাস যুক্তি! হঠাৎ এবছরই, এইসময়ে আপনাদের এটা মনে পড়ল কেন? এইসব ফালতু যুক্তি দিয়ে আপনাদের কর্তারা সিদ্ধান্ত নিচ্ছেন।’ তবে এখন সময় বদল হলে ছাত্রছাত্রীরা বিভ্রান্তির মধ্যে পড়তে পারে, সেকথা মাথায় রেখেই শেষমুহূর্তে আর এই বিষয়ে তিনি হস্তক্ষেপ করতে চাননি বলেও জানিয়েছেন বিচারপতি বসু।
তাঁর নির্দেশে বিচারপতি জানিয়েছেন, প্রত্যেক পরীক্ষার্থী যাতে পরীক্ষা কেন্দ্রে সঠিক সময়ে পৌঁছতে পারে, তা রাজ্যকেই সুনিশ্চিত করতে হবে। এজন্য কোর্ট বলেছে—একাধিক হেল্প লাইন চালু করতে হবে। পরীক্ষার্থীরা অসুবিধায় পড়লে স্থানীয়ভাবে কোথায় যোগাযোগ করবেন, তার যাবতীয় তথ্যসহ সংবাদপত্র ও বিভিন্ন মাধ্যমে বিজ্ঞপ্তি দিয়ে হেল্পলাইন চালুর বিষয়টি বহুলভাবে প্রচার করতে হবে। প্রয়োজনে প্রতিটি থানায় মাইকিং করে হেল্পলাইন চালুর কথা জানাতে হবে। পরীক্ষা কেন্দ্রে পৌঁছনোর জন্য সচল রাখতে হবে প্রয়োজনীয় ও পর্যাপ্ত পরিবহণ ব্যবস্থা। পরীক্ষা দিতে যাওয়ার পথে কিংবা বা পরীক্ষা কেন্দ্রে কোনও পরীক্ষার্থী অসুস্থ হলেও রাখতে হবে সুরাহার উপযুক্ত ব্যবস্থা।
এই পদক্ষেপগুলি নিশ্চিত করে আগামী ৩১ জানুয়ারি রাজ্য ও পর্ষদকে একটি রিপোর্ট পেশেরও নির্দেশ দিয়েছেন বিচারপতি বসু। যদিও রাজ্য জানিয়েছে, ইতিমধ্যেই খোলা হয়েছে তিনটি
No comments