সদ্য মৃত বাবার "মরণোত্তর চক্ষুদান" করলেন মৃতের ছেলেরা
হঠাৎই হৃদরোগে আক্রান্ত হয়ে বাড়িতে মারা যান বাহারপোতা গ্রামের বাসিন্দা ও বাহারপোতা পোস্ট অফিসের প্রাক্তন পোস্ট মাস্টার বর্তমানে তমলুকের রামতারকহাট হোগলবেরিয়ার বাস…
সদ্য মৃত বাবার "মরণোত্তর চক্ষুদান" করলেন মৃতের ছেলেরা
হঠাৎই হৃদরোগে আক্রান্ত হয়ে বাড়িতে মারা যান বাহারপোতা গ্রামের বাসিন্দা ও বাহারপোতা পোস্ট অফিসের প্রাক্তন পোস্ট মাস্টার বর্তমানে তমলুকের রামতারকহাট হোগলবেরিয়ার বাসিন্দা গৌরহরি মাইতি ।
পরিবারের সদস্য আশিস মাইতি দাদার কাছ থেকে খবরটি পেয়েই অশোক পাইক দাদা কে সাথে নিয়ে মৃতের পরিবারে পৌঁছই ও মরণোত্তর চক্ষুদানের প্রস্তাব আসে। পরিবারের সকলে অত্যন্ত বিচক্ষণ হওয়াতে মরণোত্তর চক্ষুদানের কাজে ওয়াকিবহাল থাকায় সহজেই রাজি হন। চৈতন্যপুর বিবেকানন্দ মিশন আশ্রম নেত্র নিরাময় নিকেতন আই ব্যাঙ্ক(হলদিয়া,পূর্ব মেদিনীপুর)এর টিম এসে কর্নিয়া দুটি সংগ্রহ করেন।
প্রশান্ত সামন্ত বলেন গৌরহরি বাবুর আত্মার শান্তি কামনা করি, পুত্র শান্তনু ও অতনু মাইতি সহ পরিবারের সদস্য আশিস মাইতি, অনুপম মাইতি, প্রশান্ত মাইতি ,নিখিল মাইতি দের সমবেদনা ও আন্তরিক কৃতজ্ঞতা জানাই। কৃতজ্ঞতা জানাই সহযোগি সাথী অশোক পাইক দাদা ও আই ব্যাঙ্কের বিশ্বজিত মাইতি দাদা সহ সংশ্লিষ্ট সকলকেই।
তিনি আরো বলেন এভাবেই অশোক পাইক, সৌমেন গায়েন, মনিশংকর মাজী, রবীন্দ্রনাথ কর দাদা দের সহযোগিতায় মরণোত্তর চক্ষুদানের কাজ অব্যাহত থাকুক এই কামনা করি।
তিনি বলেন আপনাদের কাছে সনির্বন্ধ অনুরোধ হঠাৎ কারোর মৃত্যুর খবর পেয়েই মরণোত্তর চক্ষুদানের জন্য ফোন করবেন। আপনার দেওয়া খবরে দুজন মানুষ দৃষ্টি শক্তি ফিরে পাবেন। প্রশান্ত সামন্ত : বাহারপোতা, পাঁশকুড়া, তমলুক, পূর্ব মেদিনীপুর। ৯৭৩২৭৪৮৭৮৫/৭৯০৮৩১০০৮৪.
No comments