Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বাংলা তথা দেশে মহিলাদের ক্যান্সারে শীর্ষে রয়েছে সার্ভাইক্যাল ও ব্রেস্ট ক্যান্সার

বাংলা তথা দেশে মহিলাদের ক্যান্সারে শীর্ষে রয়েছে সার্ভাইক্যাল ও ব্রেস্ট ক্যান্সার
বাংলা তথা দেশে মহিলাদের ক্যান্সারে শীর্ষে রয়েছে সার্ভাইক্যাল ও ব্রেস্ট ক্যান্সার। সার্ভাইক্যাল ক্যান্সারের কারণ ও টিকা দু’টোই আবিষ্কৃত হয়েছে।  কিন্তু…

 



বাংলা তথা দেশে মহিলাদের ক্যান্সারে শীর্ষে রয়েছে সার্ভাইক্যাল ও ব্রেস্ট ক্যান্সার


বাংলা তথা দেশে মহিলাদের ক্যান্সারে শীর্ষে রয়েছে সার্ভাইক্যাল ও ব্রেস্ট ক্যান্সার। সার্ভাইক্যাল ক্যান্সারের কারণ ও টিকা দু’টোই আবিষ্কৃত হয়েছে।  কিন্তু প্রচলিত ক্যান্সার চিকিৎসা ছাড়া ব্রেস্ট ক্যান্সার নিরাময় আজও অধরা। প্রাথমিক পর্যায়ে ক্যান্সার দ্রুত ধরা পড়লেই তাও সেটা সম্ভব। তাই আশাকর্মীদের সহযোগিতায় রাজ্য‌জুড়ে ব্রেস্ট ক্যান্সার নির্ণয় অভিযানে নেমেছিল স্বাস্থ্যদপ্তর। নন কমিউনিকেবল ডিজিজ প্রকল্পের আওতায় এই কর্মসূচি রূপায়ণ শুরু করে রাজ্য। 

দপ্তর সূত্রের খবর, এখনও পর্যন্ত রেকর্ড সংখ্যক মহিলাকে এই কর্মসূচির আওতায় আনা হয়েছে। ২০২২ সালে সব মিলিয়ে বাংলার প্রায় ৫৭ লক্ষ মহিলার ব্রেস্ট এগজামিনেশন করা হয়েছে। ফল কী? এর মধ্যে ২৯ হাজার মহিলার ব্রেস্টে লাম্প (শক্ত, যন্ত্রণাহীন, অস্বাভাবিক বৃদ্ধি, যা ব্রেস্ট ক্যান্সারের পূর্ব লক্ষণ বলে মনে করা হয়) মিলেছে।  ১৮০০ মহিলার ক্ষেত্রে ধরা পড়েছে ব্রেস্ট ক্যান্সার। বিভিন্ন জেলা হাসপাতাল ও মেডিক্যাল কলেজে তাঁদের চিকিৎসাও শুরু হয়েছে। 

রাজ্যওয়াড়ি এই কর্মসূচিতে যুক্ত বিশিষ্ট সার্জেন ও পি জি হাসপাতালের অধ্যাপক ডাঃ দীপ্তেন্দ্র সরকার বলেন, টাটা মেমোরিয়াল হাসপাতাল সহ একাধিক শীর্ষ প্রতিষ্ঠানের সমীক্ষা থেকে জানা যাচ্ছে, দ্রুত ব্রেস্ট ক্যান্সার নির্ণয়ের পর চিকিৎসা শুরু করলে এক তৃতীয়াংশ মৃত্যু আটকানো সম্ভব। তাঁর মতে, ব্রেস্ট ক্যান্সার নির্ণয়ে আধ কোটির বেশি মহিলাকে পরীক্ষা করার ঘটনা বাংলায় তো বটেই, দেশের অন্যকোনও রাজ্যেও আগে হয়েছে কি না, সংশয় রয়েছে।

No comments