Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কেন্দ্রের নয়া আইনের প্রতিবাদে ‘চাক্কা জ্যাম’ বিক্ষোভ চালকদের! বিঘ্নিত গ্যাস পরিষেবা

কেন্দ্রের নয়া আইনের প্রতিবাদে ‘চাক্কা জ্যাম’  বিক্ষোভ চালকদের! বিঘ্নিত গ্যাস পরিষেবা

কেন্দ্রের নতুন ফৌজদারি আইনে বিপাকে পড়বেন যানবাহন চালকরা। এর প্রতিবাদে দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভে শামিল হলেন বাণিজ্যিক গাড়ির চালকরা। তাঁদের দাব…

 



কেন্দ্রের নয়া আইনের প্রতিবাদে ‘চাক্কা জ্যাম’  বিক্ষোভ চালকদের! বিঘ্নিত গ্যাস পরিষেবা



কেন্দ্রের নতুন ফৌজদারি আইনে বিপাকে পড়বেন যানবাহন চালকরা। এর প্রতিবাদে দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভে শামিল হলেন বাণিজ্যিক গাড়ির চালকরা। তাঁদের দাবি, এই আইন সংশোধন করতে হবে। উল্লেখ্য, ভারতীয় দণ্ডবিধির পরিবর্তে ভারতীয় ন্যায় সংহিতা এনেছে কেন্দ্রীয় সরকার। এই আইনে গাড়ি দুর্ঘটনা নিয়ে চালকদের উপর কঠোর নিয়ম প্রয়োগ করা হয়েছে। বলা হয়েছে, গুরুতর দুর্ঘটনার পর অভিযুক্ত  চালককে পুলিসের কাছে জানাতে হবে। পুলিসকে না জানিয়ে তিনি যদি পালিয়ে যান, তবে তাঁর বিরুদ্ধে ‘হিট অ্যান্ড রান’ মামলা দায়ের করা হবে। সেক্ষেত্রে দোষী প্রমাণিত হলে তাঁর ১০ বছরের কারাবাস এবং ৭ লক্ষ টাকা জরিমানা করা হবে। এতেই সিঁদুরে মেঘ দেখছেন গাড়ি চালকরা। রবিবার ডানকুনিতে বিক্ষোভ দেখিয়েছিলেন ট্রাক চালকরা। আর সোমবার দেশের বিভিন্ন প্রান্তে চাক্কা জ্যাম করে বিক্ষোভ দেখানো হল। বিক্ষোভের আঁচ সবচেয়ে বেশি ছিল মধ্যপ্রদেশে। ভোপাল, ইন্দোর, গোয়ালিয়র— সর্বত্র রাস্তায় নেমে প্রতিবাদে নামেন চালকরা। বিক্ষোভের জেরে মুম্বই-আগ্রা জাতীয় সড়কে দীর্ঘ যানজট দেখা যায়। তাতে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ ব্যাহত হয়। ভোপালে বোর্ড অফিস স্কোয়ারে বিক্ষোভরত চালকরা সরকারি সিটি বাস এবং অন্যান্য যানবাহন থামিয়ে দেন। বিক্ষোভকারী চালকদের পক্ষে প্রমোদ সিকারওয়ার বলেন, ‘এই আইন চালকদের বিপক্ষে। চালকরা কাউকেই মারতে চান না। তবে দুর্ঘটনা ঘটেই। আমরা নুতন আইনের সংশোধন চাই।’  চাক্কা জ্যামে শামিল হয়, অল ইন্ডিয়া মোটর ট্রান্সপোর্ট কংগ্রেস। সংগঠনের পক্ষ থেকে অসমে বিক্ষোভ দেখানো হয়। এদিকে বিক্ষোভের জেরে পেট্রল না পাওয়ার আশঙ্কা অনেকে পাম্পে হাজির হন। অনেক জায়গাতেই পেট্রল পাম্পে লম্বা লাইন চোখে পড়ে।



No comments