চন্দ্রযান, আদিত্যর পর এবার কৃষ্ণ গহ্বর(ব্ল্যাক হোল) জয়ের লক্ষ্যে ঝাঁপালো ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোচন্দ্রযান, আদিত্যর পর এবার কৃষ্ণ গহ্বর(ব্ল্যাক হোল) জয়ের লক্ষ্যে ঝাঁপালো ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। নতুন বছরের প্রথম …
চন্দ্রযান, আদিত্যর পর এবার কৃষ্ণ গহ্বর(ব্ল্যাক হোল) জয়ের লক্ষ্যে ঝাঁপালো ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো
চন্দ্রযান, আদিত্যর পর এবার কৃষ্ণ গহ্বর(ব্ল্যাক হোল) জয়ের লক্ষ্যে ঝাঁপালো ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। নতুন বছরের প্রথম দিনই বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে মহাকাশে বিশেষ এক কৃত্রিম উপগ্রহ সফলভাবে উৎক্ষেপণ করলেন ভারতের বিজ্ঞানীরা। কৃষ্ণ গহ্বর নামক মহাকাশের এই রহস্য উদঘাটনের জন্য আজ সকাল সাড়ে ৯টা নাগাদ অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে এক্স রে পোলারিমিটার স্যাটেলাইট (এক্সপোস্যাট) পিএসএলভি রকেট মারফৎ লঞ্চ করা হয়। নির্দিষ্ট কক্ষপথে পৌঁছে ভারতের এই বিশেষ স্যাটেলাইটটি কৃষ্ণ গহ্বর ও নিউট্রন স্টার নিয়ে বিস্তর তথ্য সংগ্রহ করবে। যা ইসরোর বিজ্ঞানীদের মহাকাশের এই দুটি রহস্যময় বিষয় নিয়ে অনেক কিছু জানতে সাহায্য করবে। এই অভিযান যদি পুরোপুরি সফল হয়, তাহলে বিশ্বে দ্বিতীয় দেশ হিসেবে এই নজির গড়বে ভারত। এতদিন কৃষ্ণ গহ্বর সম্পর্কে আমাদের তথ্য জানাতো কেবলমাত্র মার্কিন গবেষণা সংস্থা নাসার আইএক্সপিই উপগ্রহ। সব ঠিকঠাক থাকলে ভারতের এক্সপোস্যাট সেই তালিকায় দ্বিতীয় নাম হতে চলেছে।
No comments