Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ব্রেকিং! পেট্রকেমের নয়া ফেনল প্রকল্পের নির্মাণ কাজের আনুষ্ঠানিক সূচনা হল

দুই দশক পর হলদিয়ায়  বড় ল্গনী? পেট্রকেমের নয়া ফেনল প্রকল্পের নির্মাণ কাজের আনুষ্ঠানিক সূচনা হল
 হলদিয়া পেট্রকেমের নয়া ফেনল প্রকল্পের নির্মাণ কাজের আনুষ্ঠানিক সূচনা হল। হলদিয়ায় ৩ হাজার কোটি টাকা বিনিয়োগে দেশের বৃহত্তম ফেনল প্ল্যা…

 


দুই দশক পর হলদিয়ায়  বড় ল্গনী? পেট্রকেমের নয়া ফেনল প্রকল্পের নির্মাণ কাজের আনুষ্ঠানিক সূচনা হল


 হলদিয়া পেট্রকেমের নয়া ফেনল প্রকল্পের নির্মাণ কাজের আনুষ্ঠানিক সূচনা হল। হলদিয়ায় ৩ হাজার কোটি টাকা বিনিয়োগে দেশের বৃহত্তম ফেনল প্ল্যান্ট গড়ছে পেট্রকেম। এদিন প্ল্যান্ট এরিয়ায় ভিত পুজোর পর নারকেল ফাটিয়ে প্রকল্পের পাইলিং শুরু হয়। উপস্থিত ছিলেন সংস্থার হোলটাইম ডিরেক্টর কাম চিফ এগজিকিউটিভ অফিসার নবনীত নারায়ণ, এগজিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং প্ল্যান্ট হেড সঞ্জয় ভাটনগর, ভাইস প্রেসিডেন্ট এবং হেড ইঞ্জিনিয়ারিং সঞ্জীব চৌধুরী সহ পদস্থ আধিকারিকরা। তাঁরা প্রকল্প এলাকা ঘুরে কাজের অগ্রগতি খতিয়ে দেখেন। ২০২৬ সালের মার্চের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। পেট্রকেমে নতুন লগ্নির সঙ্গে সঙ্গে বিপুল কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে শিল্পাঞ্চলে। নভেম্বর মাসে পেট্রকেম বিজ্ঞপ্তি দিয়ে নয়া প্রকল্পের জন্য একসঙ্গে দু’হাজারের বেশি ঠিকা কর্মী নিয়োগ করেছে। প্রকল্প চলাকালীন ১৩টি বিভিন্ন বিভাগে ওই কর্মীরা কাজ করবেন। এদিকে, নয়া প্রকল্প শুরুর আগে নভেম্বরের গোড়াতেই দু’ দিনের সফরে হলদিয়ায় এলেছিলেন সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পূর্ণেন্দু চট্টোপাধ্যায়। পেট্রকেম সূত্রে জানা গিয়েছে, নয়া ফেনল প্রকল্পের বার্ষিক উৎপাদন ক্ষমতা ৩ লক্ষ টন এবং ১ লক্ষ ৮৫ হাজার টন অ্যাসিটোন উৎপাদন করবে। একই সঙ্গে সংস্থাটি ওলিফিন কনভার্সন টেকনোলজি ভিত্তিক ভারতের প্রথম অন-পারপাস প্রপিলিন প্ল্যান্টও গড়ছে বন্দর শহরে। হলদিয়ায় ফেনল প্রকল্পের উৎপাদন চালু হওয়ার পর পেট্রকেম ফেনোলিক্স চেইনে ভারতের প্রথম ইন্টিগ্রেটেড সংস্থা হয়ে উঠবে। পেট্রকেম কর্তৃপক্ষ জানিয়েছে, এখন তারা বছরে ৩ হাজার ২৬০ কোটি টাকার শুধু কেমিক্যালসই বিক্রি করে। নয়া ফেনল প্রকল্প উৎপাদন শুরু করলে স্পেশালিটি কেমিক্যাল উৎপাদনে দেশের এক নম্বর জায়গা দখল করবে হলদিয়া পেট্রকেম। এর ফলে রাজ্যে নতুন করে আরও ক্ষুদ্র শিল্প তৈরি হবে। দেশে নির্মাণ শিল্প, ওষুধ শিল্পের কাঁচামালের চাহিদা বেড়ে যাওয়ায় ফেনলের মতো স্পেশালিটি কেমিক্যালে বড়সড় লগ্নি করছে তারা। রাসায়নিক শিল্পের কাঁচামাল ছাড়াও পলি কার্বোনেট, বেকেলাইট, নাইলন, ডিটারজেন্ট এবং ফার্মাসিউটিক্যাল শিল্পের কাঁচামাল হল ফেনল।  


No comments