ভিডিও দেখতে ক্লিক করুনhttps://youtu.be/bm_PZ7enhY4
নতুন নৌকা গঙ্গায় ভাসাতে গিয়ে জলে তলিয়ে গিয়ে নিখোঁজ হলেন এক মহিষাদলের অমৃতবেড়িয়ায় যুবক শিবনাথ ভৌমিক তিনি অপরে নৌকাতে মাছ ধরতে যেতেন, কষ্ট করে তিনি নিজে একটি পুরাতন নৌকা কিনেছেন। …
ভিডিও দেখতে ক্লিক করুন
https://youtu.be/bm_PZ7enhY4
নতুন নৌকা গঙ্গায় ভাসাতে গিয়ে জলে তলিয়ে গিয়ে নিখোঁজ হলেন এক
মহিষাদলের অমৃতবেড়িয়ায় যুবক শিবনাথ ভৌমিক তিনি অপরে নৌকাতে মাছ ধরতে যেতেন, কষ্ট করে তিনি নিজে একটি পুরাতন নৌকা কিনেছেন। দীর্ঘদিন ধরে অমৃতবেরিয়া নদীর ধারে নৌকাটি মেরামত করছিলেন। অবশেষে ১৫ ই জানুয়ারি সোমবার মকর সংক্রান্তির পূর্ণ লগ্নে নৌকাটি গঙ্গায় ভাষাতে গিয়ে তলিয়ে যায়। বললেন নাটশাল এক গ্রাম পঞ্চায়েতের প্রধান শিবপ্রসাদ বেরা।
এলাকার মানুষের দাবি রূপনারায়ণ নদে মাঝরাতে বালি কাটতে গিয়ে জলে তলিয়ে গিয়ে নিখোঁজ হলেন এক ব্যক্তি। তাঁর নাম শিবনাথ ভৌমিক। বয়স ৪১ বছর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার রাত সাড়ে ১১টা নাগাদ উত্তম ভৌমিক ও শিবনাথ ভৌমিক মায়াচরের দিকে চড়ায় বালি কাটতে গিয়েছিলেন। নদী থেকে চরের বালি বেআইনিভাবে কাটা হয় ওই এলাকায় বলে অভিযোগ। সেজন্য পুলিসের নজর এড়িয়ে রাতে বালি কাটতে গিয়েই বিপত্তি ঘটেছে। ওই সময় নদীতে প্রবল স্রোতে শিবনাথ তলিয়ে যান বলে জানা গিয়েছে। শিবনাথকে খুঁজে না পেয়ে উত্তম নৌকো নিয়ে ফিরে এসে খবর দেন। সকাল থেকে নদীতে তল্লাশি শুরু হয়েছে। পুলিস উত্তমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।ঘটনাস্থলে তদারকি করছেন মহিষাদলের বিরোধী দলনেতা রঘুনাথ পণ্ডা।
সূত্রে জানা যায়,মহিষাদলের বাড়অমৃতবেড়িয়ায় রূপনারায়ণ নদে রাতের জোয়ারের সময় নৌকো ভাসান দিতে গিয়ে জলে তলিয়ে গেলেন নৌকোর মালিক। পুলিস জানিয়েছে, নিখোঁজ নৌকো মালিকের নাম শিবরঞ্জন ভৌমিক। বছর একত্রিশের ওই যুবক প্রতিবেশী উত্তম ভৌমিক ওরফে লালুকে নিয়ে নৌকো ভাসান দিতে গিয়েছিলেন বলে পরিবার সূত্রে জানা গিয়েছে। সোমবার রাত সাড়ে ১১টা নাগাদ নৌকো ভাসানের সময় বিপত্তি ঘটে। পুলিস ওই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য উত্তমকে আটক করেছে। তবে প্রবল শীতে নৌকো ভাসানের বিষয়টি যুক্তিগ্রাহ্য নয় বলে মনে করছে পুলিস। পুলিস ও স্থানীয় পঞ্চায়েতের লোকজন মাঝনদীতে বালি কাটার সময় প্রবল জোয়ারে নৌকো বেসামাল হয়ে ওই ব্যক্তির ভেসে যাওয়ার সম্ভবনা উড়িয়ে দিচ্ছেন না। কারণ মহিষাদলের বাড়অমৃতবেড়িয়া সহ নদী তীরবর্তী চর এলাকায় প্রায়ই বেআইনিভাবে বালি কাটার অভিযোগ ওঠে। অবৈধ বালি কাটা ঠেকাতে প্রায়ই পুলিস ও ভূমিদপ্তর অভিযান চালায়। সেজন্য পুলিসের নজর এড়িয়ে রাতে মায়াচরের দিকে বা মাঝনদীতে বালি কাটতে গিয়ে ওই দুর্ঘটনা ঘটতে পারে। শিবরঞ্জনের বাবা অভিরাম ভৌমিক বলেন, ছেলে নতুন একটি নৌকো কিনেছে সম্প্রতি। রাতে খাওয়া দাওয়া করে উত্তমকে ডেকে নিয়ে নদীর কাছে যায়। ওইসময় নদীতে জোয়ার এসেছিল। সকালে কোথাও ইট আনতে যাওয়ার কথা ছিল। সেজন্য রাতে ওরা দু’জনে গিয়ে নৌকো ভাসান দিতে যায়। ঘণ্টাখানেক পর উত্তম এসে জানায় শিব জলে তলিয়ে গিয়েছে। তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। উত্তম নিখোঁজ শিবরঞ্জনের বাবাকে জানায়, নৌকো ভাসানের পর নদীতে নোঙর ফেলতে গিয়ে তাতে পা জড়িয়ে শিব হঠাৎ পড়ে গিয়েছিল। রাতের অন্ধকারে প্রবল জোয়ারে কোথায় ভেসে গিয়েছে জানে না। ওই ঘটনার পরই পুলিসে খবর দেন পরিবারের লোকজন। সকালে উত্তমকে আটক করে থানায় নিয়ে যায় পুলিস। নদী থেকে শ’ তিনেক মিটার দূরে শিবরঞ্জনের বাড়ি। নতুন মোটরচালিত নৌকো কিনেছিলেন ইট, স্টোন চিপস, বালি পরিবহণের জন্য। তাঁর বছর ছয়েকের এক শিশু সন্তান রয়েছে। নিখোঁজের স্ত্রী বাড়ির উঠোনে বাকরুদ্ধ হয়ে বসে রয়েছেন দুপুর পর্যন্ত। কান্নায় ভেঙে পড়েছেন নিখোঁজের পরিবারের লোকজন। প্রতিবেশীরা সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন। এদিকে, স্থানীয় মানুষ ও প্রশাসনের লোকজন রূপনারায়ণ নদে মঙ্গলবার দিনভর নৌকো করে তল্লাশি চালায়। তল্লাশিতে তদারকি করেন বিডিও বরুণাশিস সরকার, মহিষাদল পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা রঘুনাথ পণ্ডা। বিডিও বলেন, পুলিস নিখোঁজের সঙ্গীকে জেরা করে সত্য ঘটনা উদ্ঘাটনের চেষ্টা করছে। নৌকো ভাসান দিতে গিয়ে মাঝনদীতে জোয়ারে কীভাবে ভেসে গেলেন তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। নদীতে বেআইনি বালি কাটা রুখতে এবার আরও কড়া হচ্ছে প্রশাসন।
No comments