পৌষ পরবের দিনে- পার্থ প্রতিম চ্যাটার্জী
মনে করো তুমি এমন হিমেল দিনে পেতেছো টুসু সেই অঘ্রান সংক্রান্তিতে,রোজ তোমার কাঁকন পরা হাতেকরেছো পুজো দিয়ে একটি করে ফুল।
টুসু খোলায় তোমার লম্বা আঙ্গুলপৌষ পরবে সাজালো যতন করে,বাতা কাঠির ঘরে রঙিন…
পৌষ পরবের দিনে- পার্থ প্রতিম চ্যাটার্জী
মনে করো তুমি এমন হিমেল দিনে
পেতেছো টুসু সেই অঘ্রান সংক্রান্তিতে,
রোজ তোমার কাঁকন পরা হাতে
করেছো পুজো দিয়ে একটি করে ফুল।
টুসু খোলায় তোমার লম্বা আঙ্গুল
পৌষ পরবে সাজালো যতন করে,
বাতা কাঠির ঘরে রঙিন কাগজ মুড়ে
বানালে ভেলা ভাসাবো আমি বলে।
ঝোলালে ভেলায় বিস্কুট মিষ্টি পিঠে
সেই নিয়ে গেলাম তুমি আমি হাত ধরে,
বাঁধের জলে ভাসিয়ে টুসু ভেলা
দিলাম ডুব কনকনে ঠান্ডা জলে।
এদিক ওদিকে ভেসে আসে টুসু গান
পুওল জ্বেলে বসেছো আমার পাশে,
কাঁধে রেখে ভরসা করে মাথা
মকর পরবে তুমি আমি একাকার।
মাংস পিঠে সারাদিন পেট পুরে
খেলাম দুজনে চেটেপুটে পাত,
বিকেল বেলা টুসু মেলায় যাবো
বায়না ধরলে রেখে আমার বুকে মাথা।
কমলা শাড়িতে উঠলে প্রেয়সী সেজে
মুখে খুশির বাঁকা চাঁদের হাসি,
হারিয়ে গেলাম দুজনে মেলার ভিড়ে
ডাগর চোখে পাগল হলাম আমি।
মেলায় গিয়ে দিলাম ঘটের হার
গলায় কানে উঠলো রাঙা হয়ে,
খুশির পরব বাঁধলো দুজনারে
আমৃত্যু হয়ে থাকবো পরম আপন।
No comments