সমবায় নির্বাচনে তৃণমূল ও বিজেপিকে পরাস্ত করে জয়জয়কার সিপিএমের
শান্তিপুর সমবায় সমিতির নির্বাচনে জয়জয়কার সিপিএমের । তৃণমূল ও বিজেপিকে পরাস্ত করে সমবায় দখল করল সিপিএম প্রগতিশীল মোর্চা।আজ শহীদ মাতঙ্গিনী ব্লকের শান্তিপুর সমবায়…
সমবায় নির্বাচনে তৃণমূল ও বিজেপিকে পরাস্ত করে জয়জয়কার সিপিএমের
শান্তিপুর সমবায় সমিতির নির্বাচনে জয়জয়কার সিপিএমের । তৃণমূল ও বিজেপিকে পরাস্ত করে সমবায় দখল করল সিপিএম প্রগতিশীল মোর্চা।
আজ শহীদ মাতঙ্গিনী ব্লকের শান্তিপুর সমবায় সমিতি নির্বাচিত হয় মোট আসন ৫৪ টি , সিপিআইএম ২৬টি
বিজেপি ১০ তৃণমূল কংগ্রেস ১৬ টি আসন এবং নির্দল পায়ে দুটি আসন। জয় লাভ করেন।২৬ আসনের জয় লাভ করেন সিপিএম সমর্থিত প্রগতিশীল মোর্চার প্রার্থীরা।
এই সমবায় সমিতির সিপিএমের বোর্ড ছিল। আজ নির্বাচন লড়াই হয় সেখানে পুনরায় সিপিএমের দখলে এলো।
No comments