খেজুরিতে এসসিএসটি, ওবিসিএর ডাকে রাজনৈতিক কর্মী সম্মেলনে বিজেপিকে কটাক্ষ তৃণমূল মুখপাত্র তন্ময় ঘোষের
খেজুরিতে আমার একটাই স্বপ্ন সেই স্বপ্ন এখনো সফল হয়নি। আমি খেজুরির রাস্তায় বিজেপির ফ্ল্যাগ দেখতে চাই না। খেজুরির রাস্তায় বিজেপি…
খেজুরিতে এসসিএসটি, ওবিসিএর ডাকে রাজনৈতিক কর্মী সম্মেলনে বিজেপিকে কটাক্ষ তৃণমূল মুখপাত্র তন্ময় ঘোষের
খেজুরিতে আমার একটাই স্বপ্ন সেই স্বপ্ন এখনো সফল হয়নি। আমি খেজুরির রাস্তায় বিজেপির ফ্ল্যাগ দেখতে চাই না। খেজুরির রাস্তায় বিজেপির ফ্ল্যাগ দেখতে চাই না, হিংসা করে নয়। কারণ, আমাদের নেত্রী সেই শিক্ষা দেয়নি। আমরা সহনশীল, আমরা চাই খেজুরির প্রত্যেকটা মানুষ, যারা বিজেপিকে সমর্থন করেছিলেন, তাদের বাড়ি বাড়ি যান, তাদেরকে বোঝান, তাদেরকে বুঝিয়ে ফিরিয়ে আনুন। একদিকে উন্নয়নের রাজনীতি আর একদিকে বিভাজনের রাজনীতি। একদিকে দলিতদের উপর অত্যাচার, আদিবাসীদের উপর অত্যাচার, আর এক দিকে সমস্ত মানুষকে নিয়ে এগিয়ে চলার অঙ্গীকার। এই রাজনীতি মানুষকে বোঝান। এই রাজনীতি মানুষকে বোঝালে আমি নিশ্চিন্ত আগামী দিনে এই খেজুরি তথা গোটা কাঁথি লোকসভাতে বিজেপির পতাকা বহন করার জন্য শুধুমাত্র শান্তিকুঞ্জের বাড়িটা ছাড়া আর কেউ থাকবে না।
No comments