Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সনাতনী দেশবাসীর নিকট আজ মহা মঙ্গলময়, মহাপাবন তিথি - অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা

সমস্ত সনাতনী দেশবাসীর নিকট আজ মহা মঙ্গলময়, মহাপাবন তিথি - অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা।যাঁর চরণের স্পর্শে পাথরেও প্রাণ ফিরে পায়, সেই ভগবান শ্রীরামজীর চরণে আত্মসমর্পণ করার মতো মহাসৌভাগ্য খুব কমই হয় মনুষ্য জীবনে, যিনি সত্যিকা…

 




সমস্ত সনাতনী দেশবাসীর নিকট আজ মহা মঙ্গলময়, মহাপাবন তিথি - অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা।

যাঁর চরণের স্পর্শে পাথরেও প্রাণ ফিরে পায়, সেই ভগবান শ্রীরামজীর চরণে আত্মসমর্পণ করার মতো মহাসৌভাগ্য খুব কমই হয় মনুষ্য জীবনে, যিনি সত্যিকারের ভব পারের কর্তা, তাঁর জয় ধ্বনিতে গোটা বিশ্ব আজ মহা মহা পবিত্র হয়ে উঠুক - এই বার্তা নিয়ে তথা পশ্চিম মেদিনীপুর, সামসরা (পদ্ম পুকুর ত্রাণ শিবিরে) শ্রী অ্যাকাডেমির অধ্যাপিকা শুভশ্রী পাল সহ সকল ছাত্র ছাত্রীরা রমলালার প্রাণ প্রতষ্ঠানে। সারা বিশ্ব যখন ব্যাস্ত প্রাণ প্রতিষ্ঠায় তখন ও শ্রী অ্যাকাডেমি -র অধ্যাপিকা ও বাচক শিল্পী শুভশ্রী পাল থেমে না থেকে মঙ্গলিক প্রদ্বীপ প্রজ্জ্বলন, গায়ত্রী গনাপাঠ ও সাংস্কৃতিক সন্ধায় রাম নামে মেতে উঠেছে, সকল ছাত্র ছাত্রীদের নিয়ে কিছু মুহূর্ত। সারা বছর এই বিদ্যালয়ে ক্লাস শুরুর পূর্বে পাঠ করানো হয় গীতা, বেদ, উপনিষদ, ইত্যাদি সকল ধরনের ধর্মীয় জ্ঞান, মূলত জেলায় জেলায় চলছে অঙ্কন, আবৃত্তি, নৃত্য, যোগাসন, জিমন্যাস্টিক, নাটক সহ সকল প্রকার সাংস্কৃতিক পাঠক্রম। কিন্তু সারা বছরই নিয়ম করে  এই বিদ্যালয়ে ধর্মীয় জ্ঞান (গীতা, রামায়ন, মহাভারত ইত্যাদি ধর্মীয় জ্ঞান) পাঠ করেই ক্লাস শুরু করা হয়। 

এবং এই অনুষ্ঠানে গৌরবময় উপস্থিত ছিলেন বেস্ট অফ ন্যাশানাল কালচারাল অ্যাকাডেমী- র অল ইন্ডিয়া সভাপতি দীপ মাইতি ও বিশিষ্ট ব্যক্তি বর্গ ও এলাকার বহু মানুষ।

No comments