নবনির্মিত বিএম এস গৃহে রামলালার পূজার্চনা ও যাগযজ্ঞ৫০০ বছরের প্রতীক্ষার অবসান ঘটলো। ২২শে জানুয়ারি অযোধ্যায় রামলালার প্রান প্রতিষ্ঠার হল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে। রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠিত হয় তারই সাথ…
নবনির্মিত বিএম এস গৃহে রামলালার পূজার্চনা ও যাগযজ্ঞ
৫০০ বছরের প্রতীক্ষার অবসান ঘটলো। ২২শে জানুয়ারি অযোধ্যায় রামলালার প্রান প্রতিষ্ঠার হল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে। রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠিত হয় তারই সাথেই সারা ভারতবর্ষের সহ রাজ্যের বিভিন্ন জায়গায় শ্রী রামচন্দ্রের পূজার্চনা এবং যাগযজ্ঞ হয়ে থাকে। শিল্প শহর হলদিয়া টাউনশিপ ভারতীয় মজদুর সংঘের নবনির্মিত গৃহে আজ রামলালার পূজার্চনা এবং গীতা পাঠের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সর্বশেষে উপস্থিত ভক্তদের ভোগ প্রাসাদ বিতরণ করা হয়। জানালেন বিএমএস রাজ্য সহ-সভাপতি প্রদীপ বিজলী।
No comments