Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

গ্রীন দীঘা,ক্লিন দীঘা " কর্মসূচি পালন করা হলো দীঘা থানার উদ্যোগে

"গ্রীন দীঘা,ক্লিন দীঘা " কর্মসূচি পালন করা হলো দীঘা থানার উদ্যোগেনিউ দীঘা সৈকত সংলগ্ন পিকনিক স্পট গুলিতে "গ্রীন দীঘা ক্লিন দীঘা " কর্মসূচি পালন করা হয়, দীঘা থানার উদ্যোগে এই বিশেষ কর্মসূচি। দীঘা থানার বড়বাবু  …

 




"গ্রীন দীঘা,ক্লিন দীঘা " কর্মসূচি পালন করা হলো দীঘা থানার উদ্যোগে

নিউ দীঘা সৈকত সংলগ্ন পিকনিক স্পট গুলিতে "গ্রীন দীঘা ক্লিন দীঘা " কর্মসূচি পালন করা হয়, দীঘা থানার উদ্যোগে এই বিশেষ কর্মসূচি। দীঘা থানার বড়বাবু  অভিজিৎ পাত্র  সহ পুলিশ কর্মীরা এই বিশেষ অভিযানে উপস্থিত ছিলেন। বড়দিন অন্যদিকে নতুন বছরে প্রচুর পরিমাণে পর্যটকের আগমন ঘটেছিল সৈকত শহর দীঘায়। বীচ সংলগ্ন এলাকায় ও পিকনিক স্পট গুলোতে  নোংরা জমেছে। সমুদ্র সৈকত সহ দীঘা শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য উদ্যোগ গ্রহণ করল দীঘা থানা। এই অভিযানে অংশগ্রহণ করে পূর্ব মেদিনীপুর রোড রেস এসোসিয়েশন এর প্রতিনিধি দল।

No comments