ইন্ডিয়ান সোসাইটি অব নেফ্রোলজি তাদের ৫৩তম বার্ষিক জাতীয় সমাবর্তনসম্প্রতি অনুষ্ঠিত হল ইন্ডিয়ান সোসাইটি অব নেফ্রোলজি তাদের ৫৩তম বার্ষিক জাতীয় সমাবর্তন। বাইপাসের ধারে এক পাঁচতারা হোটেল অনুষ্ঠিত এই সম্মেলনে হাজির ছিলেন দেশের প্রায় ২০০…
ইন্ডিয়ান সোসাইটি অব নেফ্রোলজি তাদের ৫৩তম বার্ষিক জাতীয় সমাবর্তন
সম্প্রতি অনুষ্ঠিত হল ইন্ডিয়ান সোসাইটি অব নেফ্রোলজি তাদের ৫৩তম বার্ষিক জাতীয় সমাবর্তন। বাইপাসের ধারে এক পাঁচতারা হোটেল অনুষ্ঠিত এই সম্মেলনে হাজির ছিলেন দেশের প্রায় ২০০০ জন নেফ্রোলজিস্ট। গত ১৪-১৭ ডিসেম্বর তিনদিন ব্যাপী এই সম্মেলনে যোগ দেন আমেরিকান সোসাইটি অব নেফ্রোলজির প্রেসিডেন্ট, কানাডিয়ান সোসাইটি অব নেফ্রোলজির প্রাক্তন প্রেসিডেন্ট, ইন্টারন্যাশনাল সোসাইটি অব নেফ্রোলজির প্রেসিডেন্ট-সহ অন্যান্য বিশেষজ্ঞ চিকিৎসকরা। উপস্থিত ছিলেন পিয়ারলেস হাসপাতালের নেফ্রোলজি ও কিডনি ট্রান্সপ্ল্যান্ট বিভাগের ক্লিনিক্যাল ডিরেক্টর ডাঃ সৌভিক সুরাল, আমরি-মণিপাল হাসপাতালের নেফ্রোলজি বিভাগের প্রধান ডাঃ অর্ঘ্য মজুমদার, সল্ট লেক মণিপাল হাসপাতালের নেফ্রোলজি বিভাগের প্রধান ডাঃ জয়ন্ত দত্ত, চার্নক হাসপাতালের ডাঃ সন্দীপ ভট্টাচার্য প্রমুখ। ইদানীং দেশ জুড়ে কিডনিজনিত সমস্যা বাড়ছে। চাপ পড়ছে ডায়ালিসিস সেন্টারগুলিতেও। ডায়াবেটিস থাকলে এই ধরনের সমস্যা আরও বাড়ছে। এ থেকে রক্ষা পাওয়ার আশু উপায় রোগকে প্রথমেই চিহ্নিত করা ও কিডনি প্রতিস্থাপন বাড়ানো। এই বিষয়গুলিই মূলত উঠে এল এবারের আলোচনায়। দশ বছর পর কলকাতায় এই সম্মেলন অনুষ্ঠিত হল। এই প্রসঙ্গে নেফ্রোলজিস্ট সৌভিক সুরাল জানান, ‘চিকিৎসা বিজ্ঞানে এমন নানা ওষুধের ব্যবহার হচ্ছে যা কিডনির অসুখের বাড়বাড়ন্তকে রুখে দিচ্ছে, কোথাও রোগীর কিডনির ক্ষতিকে অনেকটা প্রতিহত করছে। তাই বিরাট কিছু হয়ে যাওয়ার আগে বেশ কিছুটা সময় হাতে পাওয়া যাচ্ছে।’ রোগীদের কাছে এইসব নতুন আবিষ্কৃত ওষুধ পৌঁছে দেওয়া ও তরুণ চিকিৎসকদের উৎসাহ প্রদানই এই জমায়েতের উদ্দেশ্য বলে জানান সম্মেলনের উদ্যোক্তা ও বিশিষ্ট নেফ্রোলজিস্ট ডাঃ জয়ন্ত বসু।
No comments