Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বর্ণপরিচয়ের স্রষ্টা, সমাজসংস্কারক পন্ডিত ইশ্বরচন্দ্র বিদ‍্যাসাগরের নামাঙ্কিত বিদ‍্যাসাগর মেলা

ভিডিও দেখতে ক্লিক করুনhttps://youtu.be/Lh4rkhoXkGIবর্ণপরিচয়ের স্রষ্টা, সমাজসংস্কারক পন্ডিত ইশ্বরচন্দ্র বিদ‍্যাসাগরের  নামাঙ্কিত বিদ‍্যাসাগর মেলা
শুরু হলো বর্ণপরিচয়ের স্রষ্টা, সমাজসংস্কারক পন্ডিত ইশ্বরচন্দ্র বিদ‍্যাসাগরের  নামাঙ্কি…

 


ভিডিও দেখতে ক্লিক করুন

https://youtu.be/Lh4rkhoXkGI

বর্ণপরিচয়ের স্রষ্টা, সমাজসংস্কারক পন্ডিত ইশ্বরচন্দ্র বিদ‍্যাসাগরের  নামাঙ্কিত বিদ‍্যাসাগর মেলা


শুরু হলো বর্ণপরিচয়ের স্রষ্টা, সমাজসংস্কারক পন্ডিত ইশ্বরচন্দ্র বিদ‍্যাসাগরের  নামাঙ্কিত বিদ‍্যাসাগর মেলা। ৩ রা জানুয়ারী বুধবার পটাশপুর ১ নং ব্লকের প্রতাপদিঘীতে উদ্ধোধন হলো প্রতাপদিঘী  বিদ‍্যাসাগর গ্রামীণ মেলার। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে  মেলার উদ্বোধন করেন স্বামিজি আবাসভূমি শ্রীমৎ স্বামী  জ্ঞানালোকানন্দ মহারাজ  । এছাড়াও এদিন উদ্ধোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির আসন অলংকৃত করেন হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান জ্যোতির্ময় কর, পটাশপুর ২ নং ব্লকের বিডিও শঙ্খ ঘটক, পূর্ব মেদিনীপুর জেলা পরিসদের দলনেতা মৃনালকান্তি দাস,পাটাশপুর ২ নং পঞ্চায়েত সমিতির সভাপতি স্বপন মাইতি, স্বাস্থ্য কর্মাধ‍্যক্ষ দূর্গাপদ পাহাড়ি, মেলা কমিটির সভাপতি ডাঃ সুধাময় মহান্তি, মেলা কমিটির সম্পাদক ভোলানাত দাস, কার্যকরি সভাপতি 

গোলকেশ নন্দ গোস্বামি, কোষাধক্ষ্য  বরুণ নন্দ গোস্বামি  প্রমুখ।২৯ তম বছরে সাড়ম্বরে এই মেলায় করছে মেলা কর্তৃপক্ষ।  ৩ রা জানুয়ারি  থেকে ১২ ই জানুয়ারি ১০ দিন ব্যাপি এই মেলায় থাকছে একাধিক সামাজিক কর্মসূচি সহ প্রতহ্য সন্ধ্যাকালীন সাংষ্কৃতিক অনুষ্ঠান।

No comments