ভিডিও দেখতে ক্লিক করুনhttps://youtu.be/17HvbQ9L3ks
দ্বাড়িবেড়িয়া প্রোগ্রেসিভ মেডিক্যেল প্রাকটিশনার্সদের ৩৪ তম বার্ষিক সম্মেলন
হলদিয়া ২০ ই জানুয়ারী পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের বালুঘাটা বি.সি.রায় হাসপাতালে গ্ৰামীণ চিকিৎসকদের সং…
ভিডিও দেখতে ক্লিক করুন
https://youtu.be/17HvbQ9L3ks
দ্বাড়িবেড়িয়া প্রোগ্রেসিভ মেডিক্যেল প্রাকটিশনার্সদের ৩৪ তম বার্ষিক সম্মেলন
হলদিয়া ২০ ই জানুয়ারী পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের বালুঘাটা বি.সি.রায় হাসপাতালে গ্ৰামীণ চিকিৎসকদের সংগঠন দ্বারিবেড়িয়া প্রোগ্রেসিভ মেডিক্যেল প্র্যাকটিশনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ৩৪ তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। হলদিয়া মহকুমার বিভিন্ন এলাকা থেকে প্রায় তিন শতাধিক গ্ৰামীণ চিকিৎসক সম্মেলনে অংশ নেয়।কোভিড কাটিয়ে তিন বছর পর এই সম্মেলনে গ্ৰামীণ এলাকার চিকিৎসকদের সরকারি প্রশিক্ষণ দেওয়ার জন্য দাবি জানানো হয়েছে। আজকের প্রতিনিধি শংকর অধিকারী বলেন গ্রাম বাংলার প্রকৃত গ্রামীণ চিকিৎসরাই মানুষের সেবা করে থাকেন কিন্তু সরকার তাদের স্বীকৃতি দেয় না তাদের প্রশিক্ষণের দাবি করলেও প্রশিক্ষণও দেয় না কোভিডের সময় গ্রামবাংলায় চিকিৎসা আমরাই করেছি। প্রতিনিধি নয়ন রঞ্জন দাস, স্বপন ব্যানার্জি, তপন ঘোড়াই, বলেন আমরা মানুষের পাশে ছিলাম আমরা আছি আগামী দিনেও আমরা থাকবো।
সংস্থার জেলা সম্পাদক বাদল কুমার মাইতি বলেন, গ্ৰামীণ এলাকার দুঃস্থ মানুষদের বিনামূল্যে প্রাথমিক চিকিৎসার জন্য গত বছর মার্চ মাসে সংস্থার উদ্যোগে মহিষাদল বিধানসভার দ্বারিবেড়িয়ায় একটি দাতব্য চিকিৎসালয়ের সূচনা হয়েছিল।এর ফলে বহু মানুষ উপকৃত হয়। সপ্তহে শনিবার ও রবিবার বাদ দিয়ে বাকি সপ্তাহে খোলা থাকে, জেলার নামকরা ডাক্তারবাবুরা আসেন ফ্রি সার্ভিস দেওয়ার জন্য।
No comments