জুনপুট উপকূল থানার নতুন ভবনের পথ চলা জুনপুট উপকূল থানার নতুন বিল্ডিং উদ্বোধন হল। উদ্ধোধন করলেন এডিজি অ্যান্ড আইজিপি পশ্চিমাঞ্চল ত্রিপুরারি অথর্ভ। উপস্থিত ছিলেন মেদিনীপুর রেঞ্জের আইজি অনুপ জয়সওয়াল ও জেলা পুলিশ সুপার সৌম্যদীপ …
জুনপুট উপকূল থানার নতুন ভবনের পথ চলা
জুনপুট উপকূল থানার নতুন বিল্ডিং উদ্বোধন হল। উদ্ধোধন করলেন এডিজি অ্যান্ড আইজিপি পশ্চিমাঞ্চল ত্রিপুরারি অথর্ভ। উপস্থিত ছিলেন মেদিনীপুর রেঞ্জের আইজি অনুপ জয়সওয়াল ও জেলা পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য। শুক্রবার সেখানে উচ্চপদস্থ আধিকারিকদের হাত ধরে পুলিশের গেস্ট রিপোর্টিং পোর্টাল ‘অতিথি’রও উদ্বোধন হয়। শুক্রবার দুপুর ১২ টা ফিতে কেটে বিল্ডিং উদ্বোধন করেন। এককি সঙ্গে পুলিশের গেস্ট রেজিস্ট্রেশন সিস্টেম অতিথি পোর্টালে উদ্বোধন হয়। এদিন উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুরে পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য, অতিরিক্ত পুলিশ সুপার এম এম হাসান, মহকুমা পুলিশ আধিকারিক সোমনাথ সাহা, কাঁথি থানার আইসি অমনেন্দু বিশ্বাস, সাইবারের ওসি বিপ্লব হালদার, জুনপুট উপকূল থানার ওসি প্রতিমা বায়েন সহ একাধিক পুলিশ আধিকারিকেরা।
উল্লেখ্য, ২০১৪ সালে অন্যান্য জায়গার মতো জুনপুট উপকুল থানাও চালু হয়। তবে নিজস্ব ভবন না থাকায় কাঁথির দারিয়াপুর গ্রাম পঞ্চায়েতের পেটুয়াঘাট মৎস্যবন্দরে মৎস্যদপ্তরের কয়েকটি রুম নিয়ে থানা চালু হয়। তবে পেটুয়াঘাট থেকে থানা স্থানান্তরিত হলেও,সেখানে ফাঁড়ি থাকছে বলে জানাগেছে। অন্যদিকে, দিঘা সহ অন্যান্য পর্যটন কেন্দ্রগুলির হোটেল ব্যবস্থাপনায় অপরাধ দমন সহ নিরাপত্তা জোরদার করতে ‘অতিথি’ পোর্টাল চালু হল। সমস্ত হোটেল, লজ, গেস্টহাউসের আগত পর্যটক, পেয়িং গেস্টদের সম্পূর্ণ রেকর্ড বজায় রাখার জন্য পোর্টাল চালু করা হল।
পূর্ব মেদিনীপুরে পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য বলেন " পেটুয়াঘাটে মৎস্য বন্দরে ৪-৫ টি ঘরে ভাড়া নিয়ে থানা চলতো। প্রশাসনিক কাজকর্ম করার ক্ষেত্রে ও ভৌগলিকভাবেও বেশ সমস্যায় পড়তে হচ্ছিল। এডিজি অ্যান্ড আইজিপি পশ্চিমাঞ্চল ত্রিপুরারি অথর্ভ ও মেদিনীপুর রেঞ্জের আইজি অনুপ জয়সওয়াল উদ্বোধন করেন। অতিথি পোর্টাল আগে পাইলট হিসেবে চালাচ্ছিলাম। এর মাধ্যমে দিঘা, মান্দারমণি, শঙ্করপুর শহর হোটেল ও রিসোর্ট রয়েছে। যারা পর্যটক আসবেন সাথে সাথে অতিথি পোর্টালে আপলোড করতে হবে। যদি হোটেল মালিকরা গোপন করে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়াও হোটেল মালিকদের সঙ্গে একটি বৈঠক হয়েছে "।
No comments