ভিডিও দেখতে ক্লিক করুনhttps://youtu.be/BMLsxXE6mPA
বাবার অনুপস্থিতিতে এই প্রথম জন্মদিনের কেক কাটলেন- অনিরুদ্ধ
জন্মদিন হচ্ছে পঞ্জিকা অনুযায়ী মানুষের জন্মগ্রহণের দিবস। সাধারণত জন্মবার্ষিকীতে কারো জন্মদিন উৎসবের মাধ্যমে পালন করা হয়…
ভিডিও দেখতে ক্লিক করুন
https://youtu.be/BMLsxXE6mPA
বাবার অনুপস্থিতিতে এই প্রথম জন্মদিনের কেক কাটলেন- অনিরুদ্ধ
জন্মদিন হচ্ছে পঞ্জিকা অনুযায়ী মানুষের জন্মগ্রহণের দিবস। সাধারণত জন্মবার্ষিকীতে কারো জন্মদিন উৎসবের মাধ্যমে পালন করা হয়।
সাধারণত বছরের একটি নির্দিষ্ট মাসের নির্দিষ্ট তারিখে শিশুর পক্ষে তার পিতা-মাতা, আত্মীয়-স্বজন কিংবা ব্যক্তি কর্তৃক উদযাপিত হয় এই জন্মদিন।
অর্থাৎ, বৎসরের নির্দিষ্ট দিনে জন্মগ্রহণকারী শিশু বা ব্যক্তির জন্ম উপলক্ষে যে আনন্দঘন উৎসব-আয়োজনের পরিবেশ সৃষ্টি করা হয়, তাই জন্মদিন নামে আখ্যায়িত করা হয়।
সাধারণত শিশুদেরকে কেন্দ্র করেই এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। তাছাড়াও, বিশ্বের বিভিন্ন দেশের কিশোর-কিশোরী, যুবক-যুবতীসহ বৃদ্ধ-বৃদ্ধাদেরও জন্মদিন পালন করতে দেখা যায়। সাড়ম্বর উদ্যাপন ছাড়াও জন্মদিন উদ্যাপনের প্রধান মাধ্যম শুভেচ্ছা জ্ঞাপন।
মানবীয় গুণাবলীর অধিকারী মানুষ আবেগপ্রবণ জাতি হিসেবে চিহ্নিত। মূলত মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ শিশুর এক বছর পূর্তিতে জন্মদিনের আয়োজন করা হয় মহাআড়ম্বরে। সন্তান কিংবা ব্যক্তিকে তার জন্মদিবসটির গুরুত্ব, সামাজিক প্রেক্ষাপটে চিহ্নিতকরণ ও লোকদের সাথে আরো পরিচিত করাও এর অন্যতম উদ্দেশ্য। কিংবা বাবা-মায়ের আদরের ধন হিসেবে শিশুটিকে সন্তুষ্ট ও খুশি করার জন্যও জন্মদিন পালন করা হয়। কখনও কখনও বেসরকারী পর্যায়ে কোন প্রতিষ্ঠানের উৎপত্তির তারিখকে কেন্দ্র করে পরবর্তী বছরগুলোতে নির্দিষ্ট তারিখে জন্মদিনের আয়োজন করা হয়। ঐ দিনে প্রতিষ্ঠানের পরিবেশ থাকে অত্যন্ত আনন্দঘন ও উৎফুল্ল। কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্টদের মাঝে বিপুল উৎসাহ-উদ্দীপনা, আনন্দ-স্ফূর্তির বহিঃপ্রকাশ দেখা যায়। যখন ব্যক্তির বয়স মাসের নির্দিষ্ট তারিখ ও বছর একই পর্যায়ে অবস্থান করে তখন তা মহা জন্মদিন বা লাকী বার্থডে, শ্যাম্পেন ডে অথবা স্টার বার্থডে নামে অভিহিত করা হয়। মহিষাদল বিধানসভার অন্তর্গত গোপালপুর গ্রামের হলদিয়ার বিশিষ্ট সফল ব্যবসায়ী ও সমাজসেবী শেখ মজাফফর বাবুর কন্যা ও পুত্র অলিভিয়া ও অনিরুদ্ধ জন্মদিন পালিত হলো ।
জন্মদিনের সন্ধ্যায় আত্মীয় পরিজন বন্ধু বান্ধব সকলের উপস্থিত থেকে ফুলের তোড়া ও বুক ভরা ভালবাসায় জন্মদিনের আনন্দ ফুটে উঠলো। বড়দের আশীর্বাদ নিয়ে মঙ্গল প্রদীপ মোমবাতি জ্বালিয়ে তাদের শুভকামনা এবং বার্থডে কেক কেটে আনন্দিত হলেন পরিবারের সকলেই ।
আত্মীয় পরিজন থাকলেও পরিবারের কর্তা মজাফফর বাবু বর্তমানে ইন্টারন্যাশনাল লায়ন্স ক্লাবের কয়েকটি জেলার গভর্নর থাকার বিভিন্ন জায়গায় সভা করার জন্য চলে গেছেন তাই এই প্রথম অনিরুদ্ধ তার বাবার অনুপস্থিতিতে কেক কাটলেন জানালেন অলিভিয়া ও অনিরুদ্ধ মা রিতা ভট্টাচার্য। পরিবারের সকলেই মানিয়ে নিয়েছেন আজকের তাদের বাবার অনুপস্থিত, ছেলে মেয়ে বলেন বাবা দেশের সমাজের উন্নতির জন্য বহু পরিবারের সংসারে দায়িত্ব নিয়েছেন। তাই বিভিন্ন সভা সমিতির সঙ্গে যুক্ত আছেন। ছেলে মেয়ে নিশ্চিত হয়ে বললেন বাবা যত রাত্রি হলেও আসবে তখনই আমরা একসঙ্গে জন্মদিনের খাবার পরিবারের সকলে খাবো।
তবে কেক কাটার পর আত্মীয় পরিজন সকলকে আত্মীয়তার বন্ধনে ভুরিভোজ করে খাওয়ালেন।মজাফফর বাবু সামাজিক প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত আছেন।মজাফফর বাবুর কন্যা অলিভিয়া এবং পুত্র অনিরুদ্ধ স্ত্রী রিতা থাকেন মহিষাদল বিধানসভার অন্তর্গত গোপালপুর গ্রামে।
"অলিভিয়া" যার জন্মদিন গত ১৫ ডিসেম্বর ছিল। ১২ই জানুয়ারি যুগাঅবতার বিবেকানন্দের জন্মদিনে অনিরুদ্ধ জন্মদিন। আজ ভাইবোনের দুজনেরই জন্মদিন একসঙ্গে মঙ্গল শঙ্খ বাজিয়ে কেক কাটার মধ্য দিয়ে জন্মদিন পালিত হলো । অলিভিয়া ভালো একজন ডিজাইনার বিদেশে পড়াশোনা করেছেন। অনিরুদ্ধ বিদেশে পড়াশোনা করেছেন বর্তমানে ইঞ্জিনিয়ার। মা একজন অবলাদের নিয়ে ফ্লোরাল ডিসকভারি কর্নধার রিতা ভট্টাচার্য সামাজিক কাজে যুক্ত থাকেন। ভাই বোনের জন্মদিন বছর বছর ফিরে আসুক । অলিভিয়া অনিরুদ্ধ দুজনে শতায়ু হোক জন্মদিনের উপস্থিত সকল আত্মীয় পরিজন সজন বন্ধু সকলেই এই কামনা করেন।
No comments