বছরের শুরুতেই আবাহানী চক্রের রোড রেস প্রতিযোগিতাহলদিয়া পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ড ডিঃঘাসীপুর গ্রামে অবস্থিত ৩২ তম আবহনী চক্র ক্লাবের বাৎসরিক অনুষ্ঠান এবং রাজ্য কাবাডি এসোসিয়েশনের উদ্যোগে রাজ্য কাবাডি প্রতিযোগিতা। ১১ই জানুয়ারি থে…
বছরের শুরুতেই আবাহানী চক্রের রোড রেস প্রতিযোগিতা
হলদিয়া পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ড ডিঃঘাসীপুর গ্রামে অবস্থিত ৩২ তম আবহনী চক্র ক্লাবের বাৎসরিক অনুষ্ঠান এবং রাজ্য কাবাডি এসোসিয়েশনের উদ্যোগে রাজ্য কাবাডি প্রতিযোগিতা। ১১ই জানুয়ারি থেকে শুরু হয়েছিল চলবে আগামী ১৪ই জানুয়ারি পর্যন্ত ।
সারা রাজ্য থেকে প্রায় পুরুষ এবং মহিলা বিভাগে ৪২ টি দল কাবাডি খেলার প্রতিযোগিতা অংশগ্রহণ করেছেন। ক্লাবের বাৎসরিক অনুষ্ঠান গত ১১ ই জানুয়ারি থেকে অ্যাথলেটিক্স মধ্য দিয়ে শুরু হয়েছে। আজ পুরুষ এবং মহিলাদের রোড রেস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। হলদিয়া পৌরসভা ২০ নম্বর ওয়ার্ড বালুঘাটা থেকে শুরু হয় পুরুষ বিভাগে ৮ কিলোমিটার রোড রেস এবং হলদিয়া ব্রজলালচক হাই রোড থেকে শুরু হয় মহিলাদের ৪ কিমি রোড রেস প্রতিযোগিতা । সমস্ত প্রতিযোগী এরা এসে পৌঁছায় হলদিয়া পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের সৃষ্টি স্টেডিয়ামে। সেখানে রোড রেস প্রতিযোগিতার পুরস্কার গুলি তুলে দিলেন হলদিয়া পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর শেখ আজগর আলী। ক্লাবের সম্পাদক আব্দুল সামাদ খাঁ বলেন আগামী ১৪ই জানুয়ারি রাজ্য মহিলা এবং পুরুষ কাবাডি খেলার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে সকলের সাদর আমন্ত্রণ।
No comments