Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

১৪২ তম বর্ষে নাটশাল হাইস্কুল (উঃ মাঃ) বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান

ভিডিও দেখতে ক্লিক করুন১৪২ তম বর্ষে নাটশাল হাইস্কুলের কি ঘটনা ঘটলো দেখলে চমকে যাবেন?https://youtu.be/J26RC8i5AMw
১৪২ তম বর্ষে নাটশাল হাইস্কুল  (উঃ মাঃ) বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান ১২ ই জানুয়ারি বিবেকানন্দের জন্মদিনে স্কুলের বাৎসরি…

 


ভিডিও দেখতে ক্লিক করুন

১৪২ তম বর্ষে নাটশাল হাইস্কুলের কি ঘটনা ঘটলো দেখলে চমকে যাবেন?

https://youtu.be/J26RC8i5AMw


১৪২ তম বর্ষে নাটশাল হাইস্কুল  (উঃ মাঃ) বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান

 ১২ ই জানুয়ারি বিবেকানন্দের জন্মদিনে স্কুলের বাৎসরিক অনুষ্ঠান এবং মূর্তি প্রতিষ্ঠা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় স্কুলের প্রধান শিক্ষক বিপ্রনারায়ন পন্ডা জানালেন কোভিডের  জন্য গত দুবছর স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠান  হয়নি। কোভিড  কাটিয়ে মানুষ স্বাভাবিক জীবনে যাপন করছেন ,সেই জন্য স্কুলের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান বিবেকানন্দের জন্মদিনেই উদযাপিত হল‌ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের মধ্য দিয়ে। সন্ধ্যায় ছাত্র-ছাত্রীদের পরিবেশিত নাটক সূর্য এন্ড কং সাধারণ মানুষের মন ছুয়ে গেছে। বর্তমান সমাজের দূষণ মাথা চাড়া দিয়েছে! দূষণ কমাতে গেলে কি কি পদক্ষেপ নিতে হয় সেই বিষয়ে স্কুলের ছাত্রছাত্রীদের দ্বারা পরিবেশিত নাটক মঞ্চস্থ হয়। 

১৮৮২ সালে পিতাম্বর মাইতি ২২ ডেঃ জায়গাটি দান করেছিলেন প্রথমের জুনিয়র হাই স্কুল হিসেবেই পরিচালিত হতো । পরবর্তীকালে পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তরের দপ্তর ১৯৬০ সালে ১লা এপ্রিল জুনিয়ার হাই স্কুল হিসেবে স্বীকৃতি নাটশাল  ইংলিশ জুনিয়র হাই স্কুল সারা জেলার মধ্যেই ইংলিশ মাধ্যমে পড়াশোনা প্রথম শুরু হয়েছিল নাটশাল  জুনিয়র হাই স্কুল। পরবর্তীকালে ২০০০ সালে মাধ্যমিকে উন্নতি হয় এবং ২০১১-১২ শিক্ষাবর্ষে উচ্চমাধ্যমিকে রূপান্তরিত হয়। ভূমিদাতার কোন ছবি পাওয়া যায়নি‌। সেই সময় ভূমি দাতার কোন ছবি বা কোন কিছুই ছিল না তাই তার মূর্তি প্রতিষ্ঠা করতে স্কুলের পক্ষে সম্ভব হয়নি। সেই জন্য স্মৃতির উদ্দেশ্যেই একটি স্মৃতিফলক রয়েছেন।  আগামী দিনে তার পরিবারের সঙ্গে কথা বলেই সুন্দর একটি স্মৃতিফল পুনরায় প্রতিষ্ঠিত করার উদ্যোগ নেবে বলে জানালেন। স্কুলের প্রধান শিক্ষক বিপ্রনারায়ণ পন্ডা।

নাটশাল হাই স্কুল ১৮ ৮২ সালে প্রতিষ্ঠিত হলেও ধাপে ধাপে সেই স্কুলের তার শাখা প্রশাখা বিস্তারিত করেছে। স্কুলের ছাত্র-ছাত্রী সংখ্যা ১২০০ বর্তমানে । শিক্ষক-অশিক্ষক কর্মচারী মিলে প্রায় ৩৫ জন রয়েছেন। ছাত্র-ছাত্রী সংখ্যার সাথে সাথেই পরিকাঠামো গত সমস্যা রয়েছে সেজন্য স্কুলের তরফ থেকে উচ্চতর কর্তৃপক্ষ এবং সাধারণ মানুষের কাছে স্কুল বিল্ডিং এবং বেঞ্চ আবেদন করেছেন।

 ১২ই জানুয়ারি সকাল দশটায় অতিথিবরং মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন এবং পতাকা উত্তোলন বিদ্যাসাগর বিবেকানন্দ সহ আবক্ষয় মূর্তির আবরণ উন্মোচন অনুষ্ঠিত হয়। স্কুলের ছাত্র-ছাত্রীদের সহজ পাঠ ও বিজ্ঞান বিষয়ক আলোচনা সভা হয়।  উপস্থিত ছিলেন মহিষাদল রাজ কলেজে বিভাগের প্রধান ডঃ শুভময় দাস সঞ্চালনা করেন স্কুলের সহ-শিক্ষক ডক্টর সৈকত মাইতি, বিকাল দুটো থেকে স্কুলের প্রাক্তন সহশিক্ষক স্বর্গীয় শচী দুলাল হাজরার স্মরণ সভা অনুষ্ঠিত হয়। বক্তা হিসেবে উপস্থিত ছিলেন  উত্তম কুমার মাইতি। সঞ্চালনা করেন স্কুলের প্রাক্তন ছাত্রী মিঠু মাইতি।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারত সেবাশ্রম সংঘ মহিষাদল ব্রহ্মচারী গৌতম মহারাজ ছিলেন স্বামী যোগেশানন্দজী মহারাজ সম্পাদক নাটশাল শ্রীশ্রী রামকৃষ্ণ আশ্রম। এছাড়াও উপস্থিত ছিলেন সাগর চন্দ্র বেরা প্রাক্তন প্রধান শিক্ষক নাটশাল হাই স্কুল ছিলেন  নাটশাল ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান শিবপ্রসাদ বেরা উপস্থিত ছিলেন নাটশাল ১ পঞ্চায়েত সদস্যা  শ্রীমতি প্রিয়াঙ্কা মাজী, উপস্থিত ছিলেন মহিষাদল রাজ কলেজ প্রাণিবিদ্যা বিভাগের প্রধান অধ্যাপক ডক্টর শুভময় দাস প্রমূখ, সভায় সভাপতিত্ব করেন পরিচালন কমিটির সভাপতি সুনীল বেরা সঞ্চালনা করেন স্কুলের প্রধান শিক্ষক বিপ্রনারায়ন পন্ডা। অনুষ্ঠানে সূর্য এন্ড কং নাটকটি ছাত্র-ছাত্রীদের দ্বারা পরিবেশিত হয়। স্কুলের শিক্ষক শিক্ষিকা সঞ্জীৎ পাল ও মিঠু মাইতি,নীতিকনা দাসের সহযোগিতায় নাটক পরিবেশন হয়। এছাড়াও স্কুলের  সমস্ত শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষা কর্মীর অক্লান্ত পরিশ্রমে সমগ্র অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ছাত্র-ছাত্রী অভিভাবক অভিভাবিকা স্কুলের শুভানুধ্যায়ী শিক্ষক শিক্ষিকা ও শিক্ষা কর্মীদের অভিনন্দন জানান স্কুলের প্রধান শিক্ষক বিপ্রনারায়ন পন্ডা।

No comments