Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কাঁথি পৌরসভা নবনির্বাচিত চেয়ারম্যান হলেন- সুপ্রকাশ

কাঁথি পৌরসভা নবনির্বাচিত চেয়ারম্যান হলেন- সুপ্রকাশ
অধিকারীদের ছেড়ে যাওয়া চেয়ারে  সুবলের পরবর্তী চেয়ারম্যান হলেন সুপ্রকাশ গিরি।অধিকারীদের খাস তমলুক কাঁথি পৌরসভার নির্বাচন হয়। যদিও সেই নির্বাচন নিয়ে নানান  প্রশ্ন তুলেছিলো পদ্ম শিবি…

 




কাঁথি পৌরসভা নবনির্বাচিত চেয়ারম্যান হলেন- সুপ্রকাশ


অধিকারীদের ছেড়ে যাওয়া চেয়ারে  সুবলের পরবর্তী চেয়ারম্যান হলেন সুপ্রকাশ গিরি।অধিকারীদের খাস তমলুক কাঁথি পৌরসভার নির্বাচন হয়। যদিও সেই নির্বাচন নিয়ে নানান  প্রশ্ন তুলেছিলো পদ্ম শিবির। পৌর নির্বাচনের ফলাফল ছিল এমন ২১টি ওয়ার্ডের মধ্যে -তৃণমূল ১৭টি আসন, বিজেপি ৩টি আসন, আর নির্দল -১টি আসন পায়।

 তৃণমূল জয়লাভ করার পর ও দলের অন্দরে ছিল বিস্তর জলঘোলা। কে হবে কাঁথির প্রথম নাগরিক!  নানান মত টানা টানির পর শেষ পর্যন্ত  বর্ষীয়ান কাউন্সিলর সুবল মান্না কে চেয়ারম্যান করার নির্দেশ আসে রাজ্য থেকে।  সাংসদ শিশির অধিকারীর স্তুতি ও ওনাকে 'গুরুদেব' বলে সম্বোধন করার পর ঐ ভিডিই ভাইরাল হতেই শুরু হয় চরম বিতর্ক । জল গড়ায় রাজ্য ও পৌর ও নগর উন্নয়ন দপ্তর পর্যন্ত। চরম বিড়ম্বনায় পড়ে দল। অগত্যা দলের অস্বস্তি ঢাকতে রাজ্যের  নির্দেশ দেয় পদত্যাগ করার। সেই নির্দেশ অমান্য করে দলীয় সিদ্ধান্তের বিপক্ষে গিয়ে  অনৈতিক ভাবে তাকে সরানো নিয়ে কলকাতা হাই কোর্টে দ্বারস্থ হন তিনি। যদিও সমগ্ৰ বিষয় কোর্টের পর্যবেক্ষণ আসার আগেই ১৬ কাউন্সিলের সম্মতিক্রমে  সুবলের বিরুদ্ধে অনাস্থা পাস  হয়ে যায়। এবার  চেয়ারম্যান অপসারণ হওয়ার পর  উপ পৌরপ্রধান সুপ্রকাশ গিরি বর্তমান দায়িত্ব সামলাচ্ছেন পৌরপ্রধানের। স্থায়ী পুরপ্রধান না থাকায় যাবতীয়  কাজে সমস্যা হচ্ছে। ব্যাহত হচ্ছে পৌর পরিষেবা দেওয়ার ক্ষেত্রেও। তাই রাজ্যের নির্দেশে এদিনের বিশেষ বৈঠকের দলের হুইপ মতই ঘোষণা হলো কাঁথি পৌরসভার নতুন চেয়ারম্যান হলেন সুপ্রকাশ গিরি। আর ভাইস চেয়ারম্যান হলেন নিরঞ্জন মান্না।খুশি তৃণমূল কর্মী সমর্থকরা। নির্বাচনের সময় উপস্থিত ছিলেন রাজ্যের সংশোধনাগার কারা মন্ত্রী অখিল গিরি।



 

No comments