শ্রীশ্রী কৃষ্ণচৈতন্য মহাপ্রভুর ৫১৫ তম প্রথম শুভ আগমন ও মহাপ্রভুর ব্যবহৃত পাদুকার দিব্য দর্শন উপলক্ষ্যে পূর্ব মেদিনীপুরের তমলুকের গৌরাঙ্গ মহাপ্রভু জিউর মন্দিরে মহাপ্রভুর পাদুকা দর্শন এবং একটি সাধারণ সভা অনুষ্ঠিত হয়, এই সভায় উপস…
শ্রীশ্রী কৃষ্ণচৈতন্য মহাপ্রভুর ৫১৫ তম প্রথম শুভ আগমন ও মহাপ্রভুর ব্যবহৃত পাদুকার দিব্য দর্শন উপলক্ষ্যে পূর্ব মেদিনীপুরের তমলুকের গৌরাঙ্গ মহাপ্রভু জিউর মন্দিরে মহাপ্রভুর পাদুকা দর্শন এবং একটি সাধারণ সভা অনুষ্ঠিত হয়, এই সভায় উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । এই মন্দিরের সভাপতি শুভেন্দু অধিকারী। তিনি মন্দিরের কর্তৃপক্ষ সহ ভক্তদের নিয়ে আলোচনা সভা করেন, আগামী১২ ই ফেব্রুয়ারি প্রথম আগমন মহোৎসব উপলক্ষে গৌরাঙ্গ মহাপ্রভুর শ্রী চরণ পাদুকর দিব্য দর্শন অনুষ্ঠানের শুভ সূচনা করবেন শুভেন্দু অধিকারী। তারপর দীর্ঘ পথ শোভাযাত্রায় অংশগ্রহণ করবেন তিনি। মন্দিরের ওইদিনের সমস্ত অনুষ্ঠান সম্পর্কে আজ বিশদ আলোচনা করেন শুভেন্দু অধিকারী। তারপরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে সি এ জি বিষয় নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্তব্য করেন তিনি। এমনকি মাধ্যমিক চলাকালীন যাতে মন্দিরে কোন প্রকার মাইক ব্যবহার না হয় সে বিষয়েও তিনি সকলকে অবগত করেন। পাশাপাশি মুখ্যমন্ত্রী কে তিনি কটাক্ষ করেন তমলুকে এসে।
No comments