ভিডিও দেখতে ক্লিক করুনhttps://youtu.be/3yD1DqaBjdUদুটি কারখানার মধ্যস্থলে আ*গুন? অল্পের জন্য রক্ষা পেল দুটি কারখানা হলদিয়া ভবানীপুর থানার অন্তর্গত দেভোগগ্রামে ইমামী ও আদানী ভোজ্য তেলের কারখানার মধ্যস্থলে ঘড়ের গাধায় আগুন । ঘটন…
ভিডিও দেখতে ক্লিক করুন
https://youtu.be/3yD1DqaBjdU
দুটি কারখানার মধ্যস্থলে আ*গুন?
অল্পের জন্য রক্ষা পেল দুটি কারখানা হলদিয়া ভবানীপুর থানার অন্তর্গত দেভোগগ্রামে ইমামী ও আদানী ভোজ্য তেলের কারখানার মধ্যস্থলে ঘড়ের গাধায় আগুন । ঘটনাস্থলে পৌঁছেছে চারটি দমকলের ইঞ্জিন।
সূত্রের খবর মধ্য রাতে আগুন লেগেছিল খড়ের গাদায় । ঘধকুয়াশা থাকায় কেউ টের পায়নি। ঘন কুয়াশা থাকার জন্য ধোঁয়া উঠছিল কিন্তু কেউ লক্ষ্য করেনি বেলা বাড়ার সাথে সাথেই আগুনের ফুলকি বেড়ে ওঠে। এলাকার মানুষ দেখতে পেয়ে দমকলে খবর দেয় ঘটনাস্থলে চারটি দমকলের ইঞ্জিন আগুন নেভানোর কাজে লাগে। উপস্থিত হয়েছেন হলদিয়া পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান ইন কাউন্সিলর ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আজিজুল রহমান। তিনি বলেন খড়ের গাদায় আসে পাশে অনেক বাড়ী রয়েছে। যদি এলাকার মানুষ দেখতে না পেত তাহলে বড় রকমের দুর্ঘটনা ঘটতে পারতো একদিকে অনেকগুলি ঘর রয়েছে অপরদিকে দুটি কারখানা সব মিলিয়ে বড় রকমের দুর্ঘটনার হাত থেকে রক্ষা হলো এলাকার মানুষের তৎপরতার মধ্য দিয়ে। তবে এখনো আগুন জ্বলছে ঘটনাস্থলে রয়েছে দুটি দমকল। দমকলের আধিকারিক বলেন আগুন নিয়ন্ত্রণে রয়েছে তবে এখনো জল দিয়ে আগুন নেভানোর কাজ চলছে।
No comments